মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর শব্দ ব্যবহার করে নারীশক্তির অসম্মান করেছেন অমিত, অভিযোগ তুলে বিজেপি আইটি সেল প্রধানের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা। অভিযোগপত্রে রাজ্য মন্ত্রীর দাবি, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ইচ্ছাকৃত ভাবে নষ্ট করছেন বিজেপি নেতা। গত শুক্রবার প্রথম দফার ভোটপর্ব চলাকালীন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী আপত্তিকর মন্তব্য ব্যবহার করেন বলে এক্স হ্যান্ডেলে দাবি জানান অমিত মালব্য। সঙ্গে মমতার বক্তব্যের একটি ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেন তিনি। তবে বিজেপি নেতার সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, পালটা অভিযোগ তুলে থানার দারস্ত হয়েছেন চন্দ্রিমা। অমিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। নিজের অভিযোগপত্রে অমিতের এক্স হ্যান্ডেলের পোস্টের একটি স্ক্রিনশর্টও যোগ করেছেন রাজ্য মন্ত্রী। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৫০০ এবং ৫০৯ ধারায় অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থাকায় অভিযোগ দায়ের করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Related Posts
রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
জটিলতা কাটিয়ে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠাল রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার এক্স হ্যান্ডেলে রাজভবনের মিডিয়া সেলের তরফে এ কথা জানানো হয়েছে। এদিন অপরাজিতা বিল ২০২৪ সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট রাজ্য দেয়নি। এই অভিযোগ তুলে রাজ্য বিধানসভায় বিল পাশ এই বিল রাজভবনের তরফে এখনই ছাড়পত্র দেওয়া হবে না বলে সূত্র মারফত জানা যায়। রাজ্যপালের অভিযোগ, এই […]
‘কলকাতার পুলিশ কমিশনারের মেডেল ফেরত নিয়ে নিন’, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দুর
একই সঙ্গে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে পুলিশ কমিশনারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগেও ইতিমধ্যে সরব হন শুভেন্দু অধিকারী। আরজি করের আন্দোলনকারীদের পাশাপাশি বিনীত গোয়েলের অপসারণের দাবিও করে আসছেন […]
রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল মানস, চন্দ্রিমা, বাবুলের, কারা দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী
রাজ্য মন্ত্রিসভার রদবদল। দায়িত্ব বাড়ল মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য ও বাবুল সুপ্রিয়ের। দফতর বদলে গেল গোলাম রব্বানী। পরিবেশ দফতর থেকে সরিয়ে এবার তাঁকে দায়িত্ব দেওয়া হল অপ্রচলিত শক্তি দফতরের। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুল সুপ্রিয়কে ৷ সেক্ষেত্রে দায়িত্ব বাড়ল তাঁরও। তাৎপর্যপূর্ণভাবে সদ্য মন্ত্রিত্ব হারানো অখিল গিরির কারামন্ত্রীর দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]