কাজে এলো না রোহিতের শতরান, ২০ রানে জয়ী চেন্নাই সুপার কিং

চেন্নাই সুপার কিংস: ২০৬/৪ ঋতুরাজ ৬৯, দুবে ৬৬, হার্দিক ২/৪৩)
মুম্বই ইন্ডিয়ান্স: ১৮৬/৬ (রোহিত ১০৫*, পাথিরানা ৪/২৮)
২০ রানে জয়ী চেন্নাই সুপার কিং

ওয়াংখেড়েতে  একেবারে টানটান লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। ধোনি ধামাকা থেকে রোহিতের দুরন্ত ইনিংস- রবিবারের সন্ধ্যা জমিয়ে দিলেন ভারতীয় দলের দুই অধিনায়ক। টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় হার্দিক। শুরুতে সাফল্যও পায় মুম্বই। দলের ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় সিএসকে। ৫ রানে ফেরেন অজিঙ্ক রাহানে। চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে রদবদল করা হয়। রচিন রবীন্দ্রর সঙ্গে ওপেন করেন রাহানে। ওয়ান ডাউনে নেমে রান পান ঋতুরাজ গায়কোয়াড়। তৃতীয় উইকেটে শিবম দুবের সঙ্গে জুটি বেঁধে ৯০ রান তোলেন চেন্নাইয়ের নেতা। ৫টি ছয় এবং চারের সাহায্যে ৪০ বলে ৬৯ করেন ঋতুরাজ। আরও একটি দুর্দান্ত ইনিংস শিবমের। ৩৮ বলে ৬৭ রান করেন। ইনিংসে ছিল ২টি ছয়, ১০টি চার। তবে সবাইকে ছাপিয়ে যান মহেন্দ্র সিং ধোনি। তখন চেন্নাইয়ের ইনিংসে ৪ বল বাকি। পরপর তিন বলে ছক্কা। ওয়াংখেড়ের মন জয় করে নেন মাহি। তাঁর ৪ বলে ২০ রান দুশোর গণ্ডি পেরোতে সাহায্য করে। জোড়া উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে চেন্নাই। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে ঝড় তোলেন রোহিত শর্মা এবং ঈশান কিষাণ। পাওয়ার প্লেতে বিনা উইকেট হারিয়ে মুম্বইয়ের রান ছিল ৬৩। একটা ওভারেই ম্যাচের রং বদলে দেন মাথিশা পথিরানা। অষ্টম ওভারে ফিরিয়ে দেন ঈশান কিষাণ এবং সুর্যকুমার যাদবকে। ১৫ বলে ২৩ রান করে আউট হন মুম্বইয়ের উইকেটকিপার ব্যাটার। এক বলের ব্যবধানে খাতা না খুলেই ফিরে যান সূর্যকুমার। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করেন রোহিত এবং তিলক। এই জুটি ম্যাচে ফেরাতে পারত মুম্বইকে। কিন্তু শুরুটা ভাল করেও ২০ বলে ৩১ রান করে ফেরেন তিলক। রান পাননি হার্দিক পাণ্ডিয়া। ২ রানে ফেরেন মুম্বইয়ের অধিনায়ক। একদিকে মাটি কামড়ে পড়ে ছিলেন রোহিত। কিন্তু সাপোর্ট দেওয়ার কেউ ছিল না। ৩০ বলে অর্ধশতরান করেন। ৬১ বলে সেঞ্চুরি। অনবদ্য ইনিংস। কিন্তু দলকে জেতাতে না পারায় শতরানের পর সেলিব্রেট করেননি মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। মাঝের ওভারগুলোতে স্ট্রাইক পাননি রোহিত। সেটাই পার্থক্য গড়ে দিল। নয়তো দলকে জিতিয়েই হয়তো মাঠ ছাড়তে পারতেন হিটম্যান। ওপেনিংয়ে নেমে ৫টি ছয়, ১১টি চারের সাহায্যে ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত রোহিত।

error: Content is protected !!