সোমবার মহারাষ্ট্র-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৩৬০০ কোটির ছত্রপতি শিবাজী মহারাজের সুবিশাল মূর্তি । ঘটনায় ইতিমধ্যেই ঠিকাদার জয়দীপ আপ্তে এবং পরামর্শদাতা চেতন পাতিলের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ষড়যন্ত্র, দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। গত বছর ৪ ডিসেম্বর সেনা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় রাজকোট ফোর্টের সামনে ছত্রপতি শিবাজী মহারাজের ওই মূর্তিটির উদ্বোধন করেছিলেন। গত ২৬ অগস্ট দুপুর ১টা নাগাদ রাজকোট ফোর্টের সামনে মালভানে ৩৫ ফুট উচ্চতার মূর্তিটি ভেঙে পড়ে। পূর্ত দপ্তরের পক্ষ থেকে দায়ের করা FIR-এর ভিত্তিতেই এই মূর্তি ভাঙার ঘটনায় তদন্তে নেমেছে মহারাষ্ট্র পুলিশ। অভিযোগ, মূর্তিটি পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের ছিল। যে নাটবোল্টগুলি দিয়ে ওই মূর্তিটি তৈরি করা হয়েছিল, তা খুলে যাওয়ার জেরেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। একইসঙ্গে জানানো হয়, মরচে পড়ে গিয়েছিল মারাঠা রাজের ওই মূর্তিতে। ইঞ্জিনিয়রদের আপত্তি কানে তোলা হয়নি। যার জেরেই এই দুর্ঘটনা। নেপথ্যে দুর্নীতির ইঙ্গিত। সোমবার দুপুর ১টা নাগাদ ভেঙে পড়ে এই শিবাজি মূর্তি। গত বছর ৪ ডিসেম্বর নৌসেনা দিবসের দিন মূর্তিটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূর্তি ভেঙে পড়ার পর মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসরকর এলাকা পরিদর্শন করে বলেন, ‘এটা দুর্ঘটনা। সেনাদের তরফেই এই মূর্তিটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছর সেনা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি উদ্বোধন করবেন বলে যত্ন সহকারেই মূর্তি তৈরির কাজ সম্পন্ন হয়।’ আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির ধাঁচেই আরব সাগরের তীরে মূর্তি তৈরির উদ্যোগ নেওয়া হয় বলেও উল্লেখ করেছেন মন্ত্রী। মূর্তি ভাঙার ঘটনায় এলাকার উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকের এক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দাবি করা হয়েছে, মূর্তিটিতে যে নাট বল্টু ব্যবহার করা হয়েছিল তাতে মরচে ধরেছিল। সম্প্রতি এটি সারাই করেন জয়দীপ আপ্তে। তবে নিম্ন মানের সামগ্রী, প্রবল বৃষ্টি ও নোনা হাওয়ার জেরে এই দুর্ঘটনা ঘটে। এদিকে পূর্ত দপ্তরের দাবি, ইঞ্জিনিয়াররা ওই মরচে ধরা নাট বল্টু ব্যবহারে আপত্তি জানিয়েছিল। যদিও তা কানে তোলা হয়নি। এই মূর্তি তৈরির বরাত পেয়েছিলেন ঠিকাদার জয়দীপ আপ্টে এবং চেতন পাটিল। দুই অভিযুক্তের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পূর্ত দপ্তর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
মহারাষ্ট্রের থানের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তরুণীকে যৌন নিগ্রহ
হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ফের। আইসিইউতে চিকিৎসাধীন ২০ বছরের এক তরুণী যৌন নিগ্রহের শিকার হলেন। অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ওই অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। ভিওয়ান্দি শহরের একটি বেসরকারি হাসপাতালে যৌন নিগ্রহের শিকার হন তরুণী। পেটে সংক্রমণ নিয় দিন কয়েক আগেই ওই হাসপাতালে […]
ওড়িশায় ১৫ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোহন চরণ মাঝি
ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে। 52 বছর বয়সী মোহন চরণ মাঝি বুধবার রাজ্যের 15 তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর সাথে, দুই ডেপুটি সিএম কনক বর্ধন সিংদেব (67) এবং প্রভাবতী পারিদা (57)ও শপথ নিয়েছেন। মাঝি মন্ত্রিসভায় ১৩ মন্ত্রীও শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সুরেশ পূজারি, রবিনারায়ণ নায়েক, নিত্যানন্দ গন্ড, কৃষ্ণ চন্দ্র পাত্র, পৃথ্বীরাজ […]
নির্বাচনী বন্ডে দুর্নীতি নিয়ে তদন্ত হবে না, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে মোদি সরকার
নির্বাচনী বন্ডে নানা সময় নানা অভিযোগ ওঠে। এমনকী গত ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে বাতিলও করে দিয়েছিল। এটাকে অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গেই নির্দেশ দেওয়া হয়েছিল যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও নির্বাচন কমিশনকে এই বন্ড কেনাবেচা সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। এদিকে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতের নজরদারিতে সিটের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে […]