মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় ঘুমের মধ্যে পরিবারের ৮ জনকে খুন করে আত্মঘাতী গৃহকর্তা

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা গণহত্যা ৷ বুধবার স্থানীয় আদিবাসী অধ্যুষিত এলাকার বোদাল কাছাড় গ্রামে এক আদিবাসী পরিবারের ৮ জনকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পরিবারের প্রধান বা গৃহকর্তার বিরুদ্ধে। নৃশংস হত্যাকাণ্ডের পর খুনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মহুলঝির পুলিশ ও ছিন্দওয়াড়া পুলিশের ঊর্ধ্বতন অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সংগ্রহ করা হচ্ছে নমুনা ৷ অতিরিক্ত পলিশ সুপার অবধেশ সিং ইটিভি ভারতকে জানান, পরিবারের কর্তা কুড়ুল দিয়ে ৮ জনকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন। মামলার তদন্ত চলছে। তবে কী কারণে খুন, তা এখনও জানা যায়নি ৷ এদিন একই পরিবারের ৮ জনের খুনের ঘটনা প্রকাশ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ গ্রামবাসীদের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ৷ হত্যাকাণ্ডের বীভৎসতা দেখেও বিস্ময় প্রকাশ করছেন সকলে ৷ মা, বাবা ও সন্তান সকলকেই পরিবারের কর্তা খুন করেছেন বলে অনুমান গ্রামবাসীদের ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি প্রথমে তাঁর স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে ৷ এরপর একে একে মা (৫৫), ভাই (৩৫), বোন (১৬) ও ভগ্নিপতি (৩০) এবং পাঁচ বছরের ভাইপো ও সাড়ে চার বছরের দুই ভাইঝিকেও হত্যা করে ৷ তবে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন অভিযুক্তের (মৃত) খুড়তুতো ভাই ৷ তিনি গ্রামবাসীদের জানান, তাঁর খুড়তুতো দাদা মাঝরাতে পরিবারের সকলকে ঘুমন্ত অবস্থায় খুন করেছে ৷ সে কোনওরকমে পালাতে সক্ষম হয়েছে ৷ গ্রামবাসীরাই পুলিশে খবর দেয় বলে জানিয়েছে সে ৷

error: Content is protected !!