মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা গণহত্যা ৷ বুধবার স্থানীয় আদিবাসী অধ্যুষিত এলাকার বোদাল কাছাড় গ্রামে এক আদিবাসী পরিবারের ৮ জনকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পরিবারের প্রধান বা গৃহকর্তার বিরুদ্ধে। নৃশংস হত্যাকাণ্ডের পর খুনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মহুলঝির পুলিশ ও ছিন্দওয়াড়া পুলিশের ঊর্ধ্বতন অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সংগ্রহ করা হচ্ছে নমুনা ৷ অতিরিক্ত পলিশ সুপার অবধেশ সিং ইটিভি ভারতকে জানান, পরিবারের কর্তা কুড়ুল দিয়ে ৮ জনকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন। মামলার তদন্ত চলছে। তবে কী কারণে খুন, তা এখনও জানা যায়নি ৷ এদিন একই পরিবারের ৮ জনের খুনের ঘটনা প্রকাশ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ গ্রামবাসীদের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ৷ হত্যাকাণ্ডের বীভৎসতা দেখেও বিস্ময় প্রকাশ করছেন সকলে ৷ মা, বাবা ও সন্তান সকলকেই পরিবারের কর্তা খুন করেছেন বলে অনুমান গ্রামবাসীদের ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি প্রথমে তাঁর স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে ৷ এরপর একে একে মা (৫৫), ভাই (৩৫), বোন (১৬) ও ভগ্নিপতি (৩০) এবং পাঁচ বছরের ভাইপো ও সাড়ে চার বছরের দুই ভাইঝিকেও হত্যা করে ৷ তবে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন অভিযুক্তের (মৃত) খুড়তুতো ভাই ৷ তিনি গ্রামবাসীদের জানান, তাঁর খুড়তুতো দাদা মাঝরাতে পরিবারের সকলকে ঘুমন্ত অবস্থায় খুন করেছে ৷ সে কোনওরকমে পালাতে সক্ষম হয়েছে ৷ গ্রামবাসীরাই পুলিশে খবর দেয় বলে জানিয়েছে সে ৷
Related Posts
আজ দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট গ্রহণ চলছে
১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২% এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মীদের […]
‘৪ জুন ৪০০ পার, আবারও মোদি সরকার’, আগরতলার জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রীর
রাম নবমীতে ত্রিপুরার আগরতলায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ রাম নবমীর একটি ঐতিহাসিক উপলক্ষ। আজ ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। ৫০০ বছর পর রামলালা অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। আর মাত্র কয়েক মিনিট পর পবিত্র নগরী অযোধ্যার রাম মন্দিরে সূর্য তিলক লাগিয়ে ভগবান […]
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ […]