আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরকদমে নেমে পড়েছেন। যদিও বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। তবে ইন্ডিয়া জোটে তাঁর দল আছে বলে বারবার সভা থেকে বলে থাকেন মুখ্যমন্ত্রী। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অকপট স্বীকারোক্তি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এমনকী এই নির্বাচনে বাংলায় ৪২টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জিতবে বলেও মতপ্রকাশ করেন পি চিদম্বরম। একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোর প্রশংসাও শোনা গেল তাঁর কণ্ঠে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পি চিদম্বরম বাংলার মুখ্যমন্ত্রীকে ‘প্রধান প্লেয়ার’ বলেও উল্লেখ করেন। এদিকে বিজেপি বিরোধী আওয়াজ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলতে দেখা গিয়েছে। প্রত্যেকটি সভা থেকে তিনি বলছেন এটা জুমলার সরকার। তাই এই সরকারকে অবিলম্বে সরানো দরকার। আর এমন পরিবেশে পি চিদম্বরম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের প্রধান খেলোয়াড়। তিনিই ইন্ডিয়া ব্লকের কাণ্ডারি। রাজ্যকে দুর্গের মতো করে আগলে রেখেছেন।’ তিনিই কি এবারের লোকসভা নির্বাচনের ফ্যাক্টর? জবাবে পি চিদম্বরমের বক্তব্য, ‘আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিঃসন্দেহে তিনি এই নির্বাচেন একটি কি ফ্যাক্টর।’ তাছাড়া বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী গোটা দেশে। তিনিই একমাত্র মহিলা বিরোধী নেত্রী। যিনি সাতবারের সাংসদ, দু’বারের কেন্দ্রীয় মন্ত্রী ও তিনবারের মুখ্যমন্ত্রী। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় ২০২৪ সালে কংগ্রেসের আসন সংখ্যা অনেকটা বাড়বে বলেও মনে করেন চিদম্বরম। তাঁর বক্তব্য, ‘আমি সব রাজ্যের কথা বলতে পারব না। তবে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি ইন্ডিয়া জোট তামিলনাড়ুতে দুর্দান্ত ফল করবে।’
Related Posts
আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ মামলায় ৩ অভিযুক্তর মধ্যে ২জন দুই বিজেপি সদস্যের জামিন, ফুল দিয়ে বরণ
আর জি করের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। ন্যায় বিচারের দাবিতে চলছে আন্দোলন। এরইমধ্যে আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় তিন অভিযুক্তর মধ্যে দু’জন জামিন পেয়ে গিয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপির আইটি সেলের সদস্য। জেলের বাইরে বেরোনোর পর এই দুই গুণধরকে ফুল-মালা দিয়ে রীতিমতো বরণও করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। […]
দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জল ডুবে মৃত ২ আইএএস পরীক্ষার্থী, নিখোঁজ আরও ১
একটানা প্রবল বৃষ্টিতে বিপত্তি দিল্লিতে। আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে যায়। সন্ধেবেলায় প্রথমে তিন পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে তারা। এখনও নিখোঁজ বাকি এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পুরনো রাজেন্দ্র নগর এলাকায়। আজ সন্ধে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল […]
চাকরির মেয়াদ ৫ বছর বাকি থাকতেই আচমকা পদত্যাগ UPSC চেয়ারম্যানের, পূজা খেদকার কাণ্ডের মধ্যেই সিদ্ধান্ত!
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মনোজ সোনি। এখনও এই পদে ৫ বছর মেয়াদ বাকি ছিল মনোজ সোনির। তবে আজ আচমকাই তিনি সরে দাঁড়ালেন পদ থেকে। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করেছেন মনোজ সোনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির […]