বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম আনোয়ারের খুনে ধৃত কসাই জিহাদ হাওলাদারকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালতে । এ দিন মুখ ঢাকা অবস্থায় সিআইডি’র গোয়েন্দারা ধৃতকে পেশ করেন বারাসত আদালতে । তবে, খুনের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও কথাই বলেননি ধৃত যুবক । ওপার বাংলার সাংসদ খুনের রহস্য উদঘাটন করতে এ দিন ধৃত জিহাদ হাওলাদারকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় সিআইডি । সিআইডি’র তদন্তকারীরা মনে করছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করলে অনেক মিসিং তথ্য মিলতে পারে । তাতে তদন্তের অগ্রগতি হতে পারে বলেই ধারণা গোয়েন্দাদের । সিআইডি সূত্রে জানা গিয়েছে,বছর ২৪-এর ওই যুবকের বাড়ি বাংলাদেশে । তিনি অবৈধভাবে এ দেশে প্রবেশ করে বসবাস করছিলেন । পরে তিনি মুম্বইয়ে চলে যান । পেশায় জিহাদ একজন কসাই । গত ২ মাস আগে তাঁকে কলকাতায় নিয়ে আসেন খুনের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান । সেই মতো খুনের দিন নিউটাউনের ফ্ল্যাটে কসাই জিহাদ বাংলাদেশের সাংসদের নিথর দেহ টুকরো টুকরো করে কেটে খুনিদের সাহায্য করেন বলে তদন্তে নেমে জানতে পেরেছে সিআইডি । তাই তিনিও এই পরিকল্পিত হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করেছেন সিআইডি’র গোয়েন্দারা । খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার মুম্বই থেকে এই কসাইকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসে সিআইডি’র বিশেষ তদন্তকারী দল । এরপর ভবানী ভবনে রাতভর ধৃত বাংলাদেশি নাগরিক জিহাদ হাওলাদারকে জেরা করা হয় । সিআইডি’র দাবি, জেরায় তিনি স্বীকার করেছেন যে, ঘটনার দিন তিনি-সহ চারজন বাংলাদেশি নাগরিক নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বি-ইউ ব্লকের চার তলার ৫৬ নম্বর ফ্ল্যাটে উপস্থিত ছিলেন । সেখানে আগে থেকেই খুনের সবকিছু পরিকল্পনা তৈরি ছিল । সাংসদ আনওয়ারুল আজিম আনোয়ার সেখানে পৌঁছতেই তাঁকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার পর শ্বাসরোধ করে খুন করা হয় । খুনের পর তাঁর নিথর দেহ ফ্ল্যাটেই টুকরো টুকরো করে কেটে তা সরিয়ে দেওয়া হয় অন্যত্র । এ ক্ষেত্রে বেশ কয়েকটি ট্রলি এবং প্লাস্টিকের ব্যাগও ব্যবহার করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ।
Related Posts
‘এবার ডাক্তাররা কাজে ফিরুন’, আন্দোলনকারী চিকিৎসকদের আবার অনুরোধ রাজ্যে স্বাস্থ্য সচিবের
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। এই অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর নাগরিক সমাজের পথে নামা এবং আরজি কর হাসপাতাল ভাঙচুর করার ঘটনা সকলেই দেখেছেন। তারপর থেকে চলছে লাগাতার আন্দোলন। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন চিকিৎসকদের […]
ডাক্তারদের নিরাপত্তায় ‘প্যানিক বাটন’ সহ একগুচ্ছ নির্দেশিকা নবান্নের, নিরাপত্তার নিয়ে অডিটের বিশেষ দায়িত্বে প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ
এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের সাফল্য। ডাক্তারদের নিরাপত্তায় রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নির্দেশিকা দিলেন মুখ্যসচিব। দশ দফা নির্দেশিকা দিয়ে স্বাস্থ্যসচিবকে এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ‘প্যানিক বাটন’ সিস্টেম চালু করা। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে। তিনি সমস্ত […]
রাজ্যের মেডিক্যাল কলেজগুলি নিয়ে নবান্নে জরুরি বৈঠক, এল একগুচ্ছ নির্দেশ
রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা দ্রুততার সঙ্গে ঢেলে সাজানোর নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার মেডিক্যাল কলকাতা-সহ বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপাল, জেলাশাসক, সিএমওএইচ-দের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকে স্বাস্থ্য ব্যবস্থা এবং মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ দ্রুততার সঙ্গে কার্যকরী করার নির্দেশ […]