সোমবার সিআইএসসিই আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ এবং দ্বাদশের পরীক্ষা শেষের ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে রাজ্য। এ বার দু’টি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। ২০২৪-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৯.২২ শতাংশ। মোট ৪২ হাজার ৩৭২ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৩ হাজার ২১৪ জন (৫৪.৭৯ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ১৫৮ জন (৪৫.২১ শতাংশ)। এ বছর রাজ্যের মোট ৪২৬টি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল। আইএসসিতে দেশ এবং বিদেশের অঞ্চল ভিত্তিক পাশের হারে প্রথম উত্তরাঞ্চলের রাজ্যগুলি। এর পর দ্বিতীয় স্থানেই রয়েছে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলি। এর মধ্যে রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৭.৮০ শতাংশ। রাজ্যে মেয়েদের পাশের হার ৯৮.৪৬ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ। অর্থাৎ রাজ্যের ফলাফলেও মেয়েরা টেক্কা দিল ছেলেদের। এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ), ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ)। পাশ করেছে ৯৮ হাজার ৮৮ জন। আইসিএসই এবং আইএসসিতে ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ। দ্বাদশের পরীক্ষায়ও ছাত্রীরাই এগিয়ে, পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের ৯৭.৫৩ শতাংশ।
Related Posts
আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের, মঙ্গলবারে শুনানি
কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করবে। কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ […]
জওয়ানদের জন্য হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করল ডিআরডিও
দেশে সর্বপ্রথম জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করল ডিআরডিও কানপুর। সম্প্রতি বুলেটপ্রুফ জ্যাকেটের পরীক্ষা করা হয় চণ্ডীগড়ের টিবিআরএল (টার্মিনাল ব্যালেন্সটিক্স রিসার্চ ল্যাবরেটরি)–তে। ৭.৬২ x ৫৪ আরএপিআই (বিআইএস ১৭০৫১ এর ৬ স্তর) গুলির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে এই বুলেটপ্রুফ জ্যাকেট। অর্থাৎ ৬ রাউন্ড স্নাইপার–এর গুলির আঘাত থেকেও জওয়ানদের বাঁচাতে সক্ষম এই অত্যাধুনিক মানের […]
মহারাষ্ট্রের অম্বরনাথে কারখানা থেকে কেমিক্যাল গ্যাসে লিক, শহর জুড়ে আতঙ্ক
মহারাষ্ট্রের অম্বরনাথে একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই গোটা শহরে ছড়িয়ে পড়েছে কেমিক্যাল গ্যাস। স্থানীয়দের দাবি, একটা ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে গোটা এলাকায়। গ্যাসের আচ্ছাদনের কারণে কিছু ভাল করে দেখা যাচ্ছে না, বাড়ির বাইরে বার হলেই গ্যাসের প্রকোপে চোখ-নাক-মুখ- গলা জ্বালা করছে। আতঙ্ক গ্রাস করেছে গোটা শহর মায় […]