সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার গুজরাত থেকে দুই বন্দুকবাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সলমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও।মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনায় মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ করবে। পাশপাশি সলমান সহ তাঁর গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানান তিনি। এই মর্মে মুম্বই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত সলমান খান কোনও মন্তব্য করেননি।
Related Posts
ট্রেলারেই বাজিমাত ‘কল্কি’র
শুরু হতে চলেছে নতুন যুগ। নাগ অশ্বিনের হাত ধরে দুষ্টের দমন করতে আসছে ভৈরব। মুক্তি পেল কল্কি 2898এডি ট্রেলার। ৩ মিনিটের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কাড়ল গ্রাফিক্সের চমক। খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘বাহুবলী’ তারকা প্রভাসের বিপরীতে খলনায়ক বাংলার ‘বব বিশ্বাস’। প্রথম লুকে বাজিমাত করলেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকা […]
বানভাসি ঘাটালে দেব, বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শনে সাংসদ, নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ
বানভাসি ঘাটালে দেব। নিজের সংসদীয় এলাকার দুর্গতদের পাশে দাঁড়াতে ফের রবিবার ঘাটালে এলেন অভিনেতা সাংসদ দেব। তিনি বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে সাংসদের দাবি, এই সময় কেন্দ্র-রাজ্য বিবাদ করে লাভ নেই। প্রক্রিয়া চলছে। পাঁচ বছর সময় লাগবে। নিম্নচাপ আর […]