লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। শনিবার বিজয়ওয়াড়ায় প্রচারে বেরিয়েছিলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান। ‘মেমান্থা সিদ্ধম’ ব়্যালি চলাকালীন বাসের উপর দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। আচমকা তাঁকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে কেউ। সেটি লাগে তাঁর বাঁ চোখের উপরের ভ্রুর ঠিক কাছে। রক্ত ঝরতেই বাসের মধ্যে দ্রুত তাঁর চিকিৎসা করেন চিকিৎসকরা। কিছুক্ষণের মধ্যেই রক্ত ঝরা বন্ধ হয়। তারপর ফের বাসে উঠে প্রচার শুরু করেন জগন। তবে সূত্রের খবর, প্রচার শেষে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ক্ষতস্থানে সেলাই করা হতে পারে। মুখ্যমন্ত্রীর প্রচারে ব্যাপক জনসমাগম হয়। কে বা কারা হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ওয়াইএসআর কংগ্রেস পার্টির কর্মীদের অভিযোগ, ওই এলাকার একটি স্কুলের ছাদের উপর থেকে হামলা করা হয়েছে। টিডিপি দলের দুষ্কৃতীরাই মুখ্যমন্ত্রীর উপর হামলা করেছে বলে অভিযোগ।
Related Posts
‘দেশের প্রতিটি প্রান্তে ভালবাসার দোকান খুলুন, ঘৃণাকে উৎখাত করে ফেলুন’, ভোটারদের বার্তা দিলেন রাহুল গান্ধি
আজ থেকে শুরু হল ২০২৪ সালের লোকসভা ভোট। মোট সাত দফায় ভোট হবে গোটা দেশে। শুক্রবার প্রথম দফা ভোট শুরু হওয়ার পরই ভোটারদের জন্য বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গণতন্ত্রকে রক্ষা করতে দেশের প্রতিটি প্রান্তে ভালবাসার দোকান খুলুন। ঘৃণাকে দেশ থেকে উৎখাত করে ফেলুন’। তিনি আরও লেখেন, আজ থেকে […]
সুপ্রিমকোর্টের নির্দেশে NEET-র সংশোধিত ফলপ্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশর পর, এবার NEET-র সংশোধিত ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। সঙ্গে মেধাতালিকাও। প্রথম স্থানে ১৭ জন। তাঁদের মধ্যে একজন পড়ুয়া এ রাজ্যের। সকলেরই প্রাপ্ত নম্বর ৭২০। ন্য়াশনাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, NEET-এ প্রথম ১৭ জনের মধ্যে চার জন রাজস্থানের, তিন জন মহারাষ্ট্রের। দিল্লি […]
তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, ৪৪ বদলে জম্মু ও কাশ্মীরে মাত্র ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু […]