রোড-শো চলাকালীন ঢিল, কপাল ফাটল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির

লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। শনিবার বিজয়ওয়াড়ায় প্রচারে বেরিয়েছিলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান। ‘মেমান্থা সিদ্ধম’ ব়্যালি চলাকালীন বাসের উপর দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। আচমকা তাঁকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে কেউ। সেটি লাগে তাঁর বাঁ চোখের উপরের ভ্রুর ঠিক কাছে। রক্ত ঝরতেই বাসের মধ্যে দ্রুত তাঁর চিকিৎসা করেন চিকিৎসকরা। কিছুক্ষণের মধ্যেই রক্ত ঝরা বন্ধ হয়। তারপর ফের বাসে উঠে প্রচার শুরু করেন জগন। তবে সূত্রের খবর, প্রচার শেষে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ক্ষতস্থানে সেলাই করা হতে পারে। মুখ্যমন্ত্রীর প্রচারে ব্যাপক জনসমাগম হয়। কে বা কারা হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ওয়াইএসআর কংগ্রেস পার্টির কর্মীদের অভিযোগ, ওই এলাকার একটি স্কুলের ছাদের উপর থেকে হামলা করা হয়েছে। টিডিপি দলের দুষ্কৃতীরাই মুখ্যমন্ত্রীর উপর হামলা করেছে বলে অভিযোগ।

error: Content is protected !!