রবিবার মোদির সভার জন্য দফারফা হয়েছে মাঠের ফসলের। অভিযোগ, ক্ষতিপূরণ মেলেনি। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ ওন্দার নিকুঞ্জপুর এলাকার একাংশ চাষি। সোমবার নিকুঞ্জপুরে ওই একই মাঠে প্রধানমন্ত্রীর পাল্টা সভা করে ফসল নষ্টের ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টার নোটিসে আমি এখানে সভা করতে এসেছি। আমাকে কৃষকরা জানালেন যে তাঁদের জমিগুলিকে নষ্ট করে দিয়েছে। তাঁদের ফসল নষ্ট করে দিয়ে মিটিং করে গিয়েছে। চাও শুধু আমাকে গালাগালি দিতে এসেছিল। আজকে কিন্তু আমার এখানে মিটিং ছিল না। আমি এখন মেদিনীপুরে যাব। আমার পাঁশকুড়ায় মিটিং আছে, মেদিনীপুরে র্যালি আছে। কিন্তু তা সত্ত্বেও মিথ্যে কথার জবাব দেওয়ার জন্য আর কৃষকদের সমর্থনে এই মিটিংয়ে আমি এসেছি।’ মুখ্যমন্ত্রী কৃষকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যাঁদের ফসল নষ্ট হয়েছে সেটা প্রশাসন দেখে নেবে যাতে ক্ষতিপূরণ পান।’
Related Posts
১৫ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি
১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ। বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরজিৎ ওরাওঁ […]
প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে শান্তনু ঠাকুর
নির্বাচনী প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় । বিজেপি সূত্রে খবর, আজ […]
সাত সকালে হাওড়ার পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাত সকালে পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারজেরে পুড়ে ছাই হয়ে গেল পোস্ট অফিসের বহু গুরুত্বপূর্ণ চিঠি ও নথি। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় আধঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ চিঠি নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। তারা এই অগ্নিকাণ্ডের […]