হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়ার সভা থেকে নাম না করে গদ্দার অধিকারী ও বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বলছে বোমা ফাটাবে। বোমা কী? ২৬ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে। মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা! ধিক্কার জানাই। কোর্ট কী রায় দেবে, গদ্দার আগে জানল কীভাবে? মুখ্যমন্ত্রীরর প্রশ্ন, সোমবার রায় দেবে, ৪৮ ঘণ্টা আগে শনিবার জানল কীভাবে? যদি রায় নিজেরা লিখে দেয়! এরপরই নেত্রীর তোপ, কার বাড়ি সিবিআই যাবে, আগেই বলছে। কীভাবে? ওহে গদ্দার, রাজাকার, এবার বিজেপি ক্ষমতায় আসবে না। কাগজগুলোকে দিয়ে সমীক্ষা করাচ্ছে। মিথ্যা কথা। নিজেদের দল রয়েছে। পাঁচ লক্ষ লোক। টাকা দিয়ে পোষে। তাদের দিয়ে সমীক্ষা করে বলছে, টিভিতে দেখাও। বলছে বিজেপি ৫০০ আসন পাবে। নানা রকম বলছে। চাকরি বাতিল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এই রায় দুর্ভাগ্যজনক। যদি কোনও বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় তারপর দেখা যায় যে, হাইকোর্ট এই রায় দিচ্ছে তখন যদি কেউ এই বিষয়টি নিয়ে যোগসূত্র খোঁজে তিনি তো অন্যায় করবেন না। কেউ যদি এই বিষয়টিকে ইঙ্গিত করেই বলে বোমা ফাটবে তবে বলতে হয়, বোমা বাঁধার কাজটা বিজেপি অফিসে হয়েছে। নয়তো হাইকোর্টের উঠোনে হয়েছে। এই দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না। আমরা হাইকোর্টের রায়কে সম্মান করি। কিন্তু এই রায়ের ফলে যোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছিল তা ব্যাহত হল।
Related Posts
চোর সন্দেহে কেন্দ্রীয় বাহিনীর হাতে রাতভর মারধরে মৃত্যু হল যুবকের, গুরুতর আহত আরও এক
কেন্দ্রীয় বাহিনীর মারে মৃত্যু হল এক যুবকের। গতকার কুলটি সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে সিআইএসএফ-এর জওয়ানদের হাতে। তারা বেধড়ক পেটায় দুই যুবককে বলে অভিযোগ। রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই কারখানার সীমানার বাইরে ফেলে দেয় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকায়। সোমবার সকালে এই […]
বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে ৮০ হাজারেরও বেশি ভোটে হারালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান
বহরমপুরের মাটিতে দুর্দান্ত ইনিংস খেললেন ক্রিকেট মাঠ থেকে উঠে আসা ইউসুফ পাঠান । জয়ের ব্যবধান ৮০ হাজারের বেশি। ১৯৯৯ থেকে বহরমপুরে জিতছেন অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় লড়েছেন বামেদের বিরুদ্ধে। প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত সেভাবে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়নি। প্রথমবার তিনি সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হন ২০১৯ সালে। মুর্শিদাবাদের দুর্গ দখল করতে […]
‘আমি মোবাইল পুকুরে ফেলেননি, আমার কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে, সবটাই সিবিআইয়ের সাজানো ঘটনা’, দাবি জীবনকৃষ্ণ সাহার
সুপ্রিমকোর্টে জামিন পাওয়ার পর সেই জীবনকৃষ্ণ দাবি করলেন, তিনি মোবাইল পুকুরে ফেলেননি! সেই সঙ্গে বিধায়ক জানালেন, তাঁর কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে। সব প্রমাণ দিয়ে দেবেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবন। অভিযোগ উঠেছিল, বিধায়কের বাড়িতে তল্লাশির সময় তিনি মোবাইল দু’টি ছাদ থেকে ছুড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। দু’দিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে […]