আইনি বিপাকে ‘জলি এলএলবি ৩’। আইন এই ফ্রাঞ্চাইজির ইউএসপি। এবার সেই আইনকে অমান্য করার দায়েই ঝামেলায় জড়ালেন ছবির নির্মাতারা। বিচার ব্যবস্থাকে অসম্মান করার অভিযোগে চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই নিয়েই বন্ধ হওয়ার মুখে “জলি এলএলবি ৩”! অক্ষয় কুমার এই মুহূর্তে রাজস্থানের আজমিরে অভিনেতা আরশাদ ওয়ারসির সঙ্গে এই ছবির শুটিংয়ে ব্যস্ত। সূত্রের খবর, আজমির জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর বলেছেন, “জলি এলএলবি-র প্রথম এবং দ্বিতীয় অংশ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে হচ্ছে চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতারা দেশের সংবিধানের বিচার বিভাগের মর্যাদাকে মোটেও সম্মান করেন না। জলি এলএলবি 3-এর শ্যুটিং আজমিরের ডিআরএম অফিস সহ আশেপাশের গ্রাম এবং এলাকায় চলছে, যা বেশ কয়েক দিন চলবে।” শুধু তাই নয়, এই ছবির অভিনেতার মধ্যেও নাকি অসংযম খেয়াল করেছেন তিনি। আইনের সম্মান তাঁরা করেন না বলেই দাবি তুলেছেন রাঠোর। এই নিয়ে মামলা করেছেন তিনি, যার শুনানি ৭ মে, ২০২৪-এ হওয়ার কথা।
Related Posts
এআই-জেনারেটেড ডিপফেক ভিডিওর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রণবীর সিং
গুরুত্বর অভিযোগ নিয়ে আইনের দ্বারস্ত হলেন বলিউড অভিনেতা রণবীর সিং। AI দিয়ে বানানো তার নকল ভিডিওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাজিরাও। রণবীরের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। একটি বিবৃতি জারি করে মুখপাত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছি এবং রণবীর সিংয়ের এআই-জেনারেটেড ডিপফেক ভিডিওর প্রচারকারী হ্যান্ডেলের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’ […]
প্রথমবার বাংলা থ্রিলারে রোমাঞ্চ ছড়াবেন রাহুল রায়
আজও ‘আশিকী বয়’ হিসেবেই খ্যাত রাহুল রায়। অনেক ওঠানামা দেখে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আবার তিনি অভিনয় দুনিয়ায়। এবার তিনি অভিনয় করবেন বাংলা ছবিতে। এই প্রথমবার বাংলা থ্রিলারে রোমাঞ্চ ছড়াবেন তিনি। ছবির নাম “মিহিরা”। পরিচালনার দ্বায়িত্বে বাবাই সেন। বলিউডের “আশিক” সিনেমায় সবার মন কেড়েছিল অভিনেতা রাহুল রায়। এবার বাংলা সিনেমাতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন […]
সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ১
গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার সাগর পাল, ভিকি গুপ্তা। সলমন গুলি কাণ্ডে এবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। খবর, গাজিয়াবাদের রোহিত ত্যাগী হামলার পরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বান্দ্রা থানা পর্যন্ত লরেন্স বিষ্ণোইয়ের নামে একটি ক্যাব বুক করেছিল। সেই খবর পেতেই গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত দু’দিনের জন্য বান্দ্রা থানায় জেল হেফাজত […]