আইনি বিপাকে ‘জলি এলএলবি ৩’

আইনি বিপাকে ‘জলি এলএলবি ৩’। আইন এই ফ্রাঞ্চাইজির ইউএসপি। এবার সেই আইনকে অমান্য করার দায়েই ঝামেলায় জড়ালেন ছবির নির্মাতারা। বিচার ব্যবস্থাকে অসম্মান করার অভিযোগে চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই নিয়েই বন্ধ হওয়ার মুখে “জলি এলএলবি ৩”! অক্ষয় কুমার এই মুহূর্তে রাজস্থানের আজমিরে অভিনেতা আরশাদ ওয়ারসির সঙ্গে এই ছবির শুটিংয়ে ব্যস্ত। সূত্রের খবর, আজমির জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর বলেছেন, “জলি এলএলবি-র প্রথম এবং দ্বিতীয় অংশ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে হচ্ছে চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতারা দেশের সংবিধানের বিচার বিভাগের মর্যাদাকে মোটেও সম্মান করেন না। জলি এলএলবি 3-এর শ্যুটিং আজমিরের ডিআরএম অফিস সহ আশেপাশের গ্রাম এবং এলাকায় চলছে, যা বেশ কয়েক দিন চলবে।” শুধু তাই নয়, এই ছবির অভিনেতার মধ্যেও নাকি অসংযম খেয়াল করেছেন তিনি। আইনের সম্মান তাঁরা করেন না বলেই দাবি তুলেছেন রাঠোর। এই নিয়ে মামলা করেছেন তিনি, যার শুনানি ৭ মে, ২০২৪-এ হওয়ার কথা।

error: Content is protected !!