চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেনজির ও চমকে যাওয়ার মতো এই গুরুতর অভিযোগ করেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। একবার নয়, একাধিকবার তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা। ২০১৯ সাল থেকে রাজভবনেই অস্থায়ী কর্মী হিসেবে রয়েছেন তিনি। চলতি বছরের ২৪ এপ্রিল প্রথমবার তাঁকে শ্লীলতাহানি করেন রাজ্যপাল বোস। এরপর বৃহস্পতিবার বিকেলে ফের তাঁর সঙ্গে একই ঘটনা ঘটে। প্রথমবার অভিযোগ না করলেও এবার আর চুপ থাকেননি ওই নির্যাতিতা। এদিন বিকেলে প্রথমে সুপারভাইজারকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে যান, ডাক পড়ায়। তখন অত্যন্ত কুৎসিত ব্যবহার করে সুপারভাইজারকে বের করে দেন বোস। এরপরই ঘটে শ্লীলতাহানির ঘটনা। বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী। সেই সময় রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ আনায় হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন, বাংলাকে কালিমালিপ্ত করলেন রাজ্যপাল। সন্দেশখালি নিয়ে বিশেষ করে প্রধানমন্ত্রীও বহু কথা বলেছেন। এবার তিনি ও বিজেপি নেতারা কী বলবেন সেটা জানতে আগ্রহী আমরা। মুখে মহিলাদের সম্মান ও মহিলা সশক্তিকরণের কথা বললেও আসলে বিজেপি ও তার অনুগত অনুচরেরা যে সে বিষয়ে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগই তা ফের প্রমাণ করল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলার এই পবিত্র মাটিতে রাজ্যপালের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ এনেছেন এক মহিলা। চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে এই জঘন্য কাণ্ড ঘটিয়েছেন রাজ্যপাল। নিন্দার ভাষা নেই আমাদের।
Related Posts
প্রমাণ লোপাট করতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, দাবি মুখ্যমন্ত্রীর
গত ১৪ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় এবার সরাসরি বাম-বিজেপিকে দায়ী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সরাসরি অভিযোগ, ওই দিনের হামলা এবং ভাঙচুরের পিছনে বিরোধীরাই দায়ী৷ শুধু তাই নয়, বিরোধীদের বিরুদ্ধে ‘এভিডেন্স লুট’ করার অভিযোগ তোলেন তিনি৷ জানালেন, ‘‘ফ্লোর ভুল করায় বুঝতে পারেনি৷’’ শুক্রবার দুপুর ৩টে নাগাদ […]
বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা চলবে না, নির্দেশ হাইকোর্টের
প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই এফআইআর খারিজের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই মামলার রায় দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ৷ নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, আপাতত অভিজিতের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা চলবে না । পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনওরকম তদন্তও করা যাবে না।দু’পক্ষকেই […]
ডঃ সন্দীপ ঘোষের বাড়ি সহ ১৫ জায়গায় তল্লাশি, নামবিভ্রাট ভুল জায়গায় সিবিআই হানা
যাওয়ার কথা ছিল ‘তারা মা ট্রেডার্সে’। পরিবর্তে রবিবার সাতসকালে ‘তারা মা বিল্ডার্সে’র দোকানে হাজির সিবিআই আধিকারিকরা। আর জি করে আর্থিক অনিয়মের তদন্তে রবিবার সকালেই শুরু হয়েছে ধারাবাহিক অভিযান। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি তো বটেই, তাঁর ঘনিষ্ঠ এবং দুর্নীতির অভিযোগে জড়িত থাকতে পারেন, এমন অনেকের ডেরাতেই এদিন সকালে একযোগে হানা দেয় সিবিআই। সেই সূত্রেই চিরকুটে নাম […]