লোকসভা ভোটের ফলপ্রকাশের দু’দিন কেটেছে মাত্র। এককথায় এখন সরগরম রাজধানী। আর ৯৯ নয়। এবার ১০০ পেল কংগ্রেস। এতদিন ৯৯ বলেও খোঁচা দিচ্ছিলেন অনেকে। তবে এবার ১০০ পেল কংগ্রেস। নির্দল প্রার্থী সমর্থন জানাল কংগ্রেসকে। তবে তিনি আগে কংগ্রেসেই ছিলেন। কিন্তু প্রার্থী পদ না পেয়ে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন। তিনি সমর্থন জানালেন কংগ্রেসকে। বৃহস্পতিবার মহারাষ্ট্র থেকে নির্বাচিত নির্দল সাংসদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে পুরনো দলকে সমর্থন করেন। লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগির অধীনে আসনটি মহা বিকাশ আঘাদি জোটসঙ্গী শিবসেনার (ইউবিটি) কাছে যাওয়ার পরে কংগ্রেস নেতা বিশাল পাতিল নির্দল হিসাবে সাঙ্গলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উদ্ধব ঠাকরে কংগ্রেসের জন্য আসনটি ছাড়তে অস্বীকার করেছিলেন। পাতিল তার নিকটতম ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিদ্বন্দ্বী সঞ্জয় (কাকা) পাতিলকে ১,০০,০৫৩ ভোটে পরাজিত করে নির্দল হিসাবে এই আসনে জয়ী হন। শিবসেনা (ইউবিটি) প্রার্থী চন্দ্রহর পাতিল পেয়েছেন ৬০,৮৬০ ভোট । কংগ্রেস সভাপতি খাড়গে এক্স-এ পোস্ট করেছেন, ‘মহারাষ্ট্রের মানুষ বিশ্বাসঘাতকতা, ঔদ্ধত্য এবং বিভাজনের রাজনীতিকে পরাজিত করেছে। ছত্রপতি শিবাজী মহারাজ, মহাত্মা জ্যোতিবা ফুলে এবং বাবাসাহেব ডঃ আম্বেদকরের মতো আমাদের প্রেরণাদায়ী ব্যক্তিত্বদের প্রতি এটি যথাযোগ্য শ্রদ্ধাঞ্জলি, যাঁরা সামাজিক ন্যায়, সাম্য এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। কংগ্রেস দলে সাঙ্গলীর নির্বাচিত সাংসদ শ্রী বিশাল পাতিল (@patilvishalvp) এর সমর্থনকে স্বাগত জানান। সংবিধান দীর্ঘজীবী হোক! পাটিলের সমর্থন কংগ্রেসের জন্য একটি উল্লেখযোগ্য উৎসাহ, যারা লোকসভায় ৯৯ টি আসন জিতেছিল। এটি আগের নির্বাচনে ৫২ থেকে তার আসন সংখ্যা উন্নত করেছে। মোটের উপর এবার কংগ্রেস আগের তুলনায় অনেকটাই নিজেকে উন্নত করেছে।
১০০ পেল কংগ্রেস, সমর্থন জানিয়ে দিলেন নির্দল প্রার্থী
