কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী

কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। পার্লামেন্টের সেন্ট্রাল হলে দলীয় নেতাদের বৈঠকে সোনিয়ার নাম প্রস্তাব করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমর্থন করেছেন গৌরব গগৈ এবং তারিক আনোয়ার। এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক হয়। এতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধীদলীয় নেতা করার প্রস্তাবও আনা হয়েছে। সূত্রের খবর, সিডব্লিউসি বৈঠকে এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাহুল ওয়ানাড আসন ছেড়ে রায়বেরেলি আসন নিজের কাছে রাখবেন। কংগ্রেস মহিলা মোর্চার সভাপতি অলকা লাম্বা বলেছেন, ‘দুর্নীতির অভিযোগে কেজরিওয়াল সহ বড় নেতাদের কারাগারে এবং স্বাতি মালিওয়ালের উপর হামলার কারণে জোট থেকে কংগ্রেসের ক্ষতি হয়েছে। তিনি বলেছিলেন যে পাঞ্জাবে আমরা AAP এর সাথে জোট করিনি, এটি সরাসরি আমাদের উপকৃত হয়েছিল।

error: Content is protected !!