ভোট দিলেন সোনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধী

ভোট দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধী। ভোট দেওয়ার পরে, ভোটকেন্দ্রে নিজস্বী তুলতেও দেখা গেল মা-ছেলেকে। অন্যদিকে পুত্র-কন্যাকে নিয়ে ভোট দিল প্রিয়াঙ্কা গান্ধী। ভোট দিয়ে তিনি বলেন, আমরা আমাদের ক্ষোভ একপাশে রেখে সংবিধান এবং গণতন্ত্রের পক্ষে ভোট দিচ্ছি। আমি এই নিয়ে গর্বিত। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট শুরু হয়েছে ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। ১১ কোটিরও বেশি ভোটার ভোট দিচ্ছেন দেশের ৫৮টি আসনে। ভাগ্য নির্ধারণ হবে ৮৮৯ জন প্রার্থীর। ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি।  দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরির। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, শিল্পপতি নবীন জিন্দল এবং কংগ্রেসের রাজ বব্বর।

error: Content is protected !!