আমেঠি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস। তবে প্রতিপক্ষও কম শক্তিশালী নয়। জাতীয় রাজনীতির পাখির চোখ সেই আমেঠি কেন্দ্রে এবার দুষ্কৃতী হামলা। রবিবার আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালালো কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলার পাশাপাশি বাইরে রাখা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হল। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে হঠাৎ কংগ্রেসের পার্টি অফিসে চড়াও হয় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসের পাশাপাশি ভাঙচুর চলে বাইরে দাঁড় করানো একাধিক গাড়িতে। দুষ্কৃতী হামলার আওয়াজ পেয়ে সেখানে উপস্থিত হন দলের কর্মীরা। এর পর সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ শুরু করে কংগ্রেস। ঘটনার খবর পেয়ে পার্টি অফিসে ছুটে আসেন প্রদেশ সভাপতি প্রদীপ সিঙ্গল। পুলিশে খবর দেওয়া হলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তা মায়াঙ্ক দ্বিবেদী। এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
Related Posts
প্রধানমন্ত্রী মোদি না এলেও তৃতীয়বার হিংসা বিধ্বস্ত মণিপুরে আসলেন রাহুল গান্ধি, শোনলেন তাঁদের দুর্দশার কথা
এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে এখনও মণিপুরে যাওয়ার সুযোগ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন রাহুল। জিরিবামে ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের দুর্দশার কথা।সোমবার […]
দিল্লিতে গুলি করে খুন জিম মালিক
দিল্লিতে এক জিম মালিককে গুলি করে হত্যা করল দুই আততায়ী। বৃহস্পতিবার রাতে, দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাদির শাহ, আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তি দিল্লির সিআর পার্কে বসবাস করতেন। ঘটনার দিন মোটরসাইকেল করে এসে ওই দুই আততায়ী খুব কাছ থেকে তাঁকে পর পর একের পর এক গুলি ছুড়তে থাকেন। […]
মহারাষ্ট্রে ৪ মাস ধরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার অষ্টম শ্রেণির ৬ ছাত্রী, গ্রেফতার শিক্ষক
মহারাষ্ট্রে ফের স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। থানের পর এবার আকোলা জেলায় এক সরকারি স্কুলের মধ্যে এই ভয়াবহ ঘটনার অভিযোগ তুলেছে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী। এফআইআরের ভিত্তিতে ৪৭ বছর বয়সি শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের মধ্যেই নীল ছবি দেখাত। প্রায়ই অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন […]