সামনে এসেছে বেকারত্ব। মানুষ ভেবেছে মূল্যবৃদ্ধি নিয়ে। আজ, শনিবার শেষ দফার ভোটের আগে আত্মবিশ্বাসী মহাজোট ‘ইন্ডিয়া’। আত্মবিশ্বাসী কংগ্রেস। সোনিয়া গান্ধীর দলের গোপন অভ্যন্তরীণ রিপোর্টেও তার ইঙ্গিত। কংগ্রেস মনে করছে, ৩১৬’র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে ‘ইন্ডিয়া’। সবচেয়ে বড় কথা, এই রিপোর্টে কংগ্রেস নিজেদের প্রাপ্তির হিসেবই করেনি। পুরো অঙ্কটাই হয়েছে জোটের। বাংলায় জোটবদ্ধ হয়ে ইন্ডিয়া লড়ছে না। তা সত্ত্বেও এই রাজ্যে তৃণমূল সহ শরিকদের মিলিত হিসেবই কষেছে রাহুল গান্ধীর দল। সেইমতো বাংলায় ৪২ আসনের মধ্যে ৩৪ আসন তারা ধরেছে ইন্ডিয়ার জন্য। অর্থাৎ, বিজেপি মাত্র আট। পশ্চিমবঙ্গের মতোই মহারাষ্ট্রে ৪৮ আসনের মধ্যে বিজেপি বিরোধী মহাবিকাশ অগাড়ি জোট ৩০ আসন পেতে পারে বলেই কংগ্রেসের হিসেব। দিল্লিতে সাতে সাত। বিহারে আরজেডি-কংগ্রেসের জোট ৩০। রাজস্থানে গতবার শূন্য ছিল কংগ্রেস। এবার মোদি বিরোধী জোট ১৩-১৬ আসন পেতে পারে বলেই হিসেব কংগ্রেসের। উত্তরপ্রদেশে ২২ আসনের বেশি ধরে রেখেছে ইন্ডিয়া। এমনকী গুজরাতেও কংগ্রেস-আপ সব মিলিয়ে দশের কাছাকাছি আসন আশা করছে। তামিলনাড়ু, কেরল, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাবে বিজেপি শূন্য। জগন্মোহন রেড্ডি, বিজেডি, শিরোমণি আকালি দল, বিআরএসের মতো দল, যারা কোনও জোটেই নেই, তাদের সম্মিলিত প্রাপ্তি ৩৪ হতে পারে বলেই কংগ্রেস মনে করছে। আর এই পরিস্থিতিতেই আজ দুপুরে বসছে ‘ইন্ডিয়া’র বৈঠক। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ শেষ। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ২ জুন তাঁকে তিহারেই ফিরতে হবে। সেই কারণে আজ সপ্তম দফার ভোট চলাকালীনই মোদি বিরোাধী দলগুলিকে একজোট রাখতে বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়্গে।
Related Posts
পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রায় ভয়াবহ বাজি বিস্ফোরণে ঝলসে গেলেন ৩০ পুণ্যার্থী, মৃত ৩
পুরীতে ভয়াবহ বাজি বিস্ফোরণ। জগন্নাথ দেবের চন্দনযাত্রায় বাজি ফেটে ঝলসে গেলেন অন্তত ৩০ পুণ্যার্থী, ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরীর এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশাসনকে দ্রুত আহত ব্যক্তিদের চিকিৎসার […]
মধ্যপ্রদেশে সেনা অফিসারদের সর্বস্ব লুট, গান পয়েন্টে বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ
গভীর রাতে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ৩৫ কিলোমিটার দূরে চামে গেট এলাকায় সেনাবাহিনীর গাড়ি দাঁড় করিয়ে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। শুধু তাই নয় গান পয়েন্টে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ট্রেনি এক সেনা অফিসারের বান্ধবীকে।ইন্দোরের ওই এলাকায় রয়েছে সেনাবাহিনীর বড় ব্যারাক। রাতে ট্রেনি সেনা অফিসাররা বান্ধবীদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। পাহাড় ঘেরা চামে গেট এলাকায় জাতীয় সড়কের উপর […]
বিহারে অপহরণের পর ৬ বছরের শিশু কন্যাকে গণধর্ষণ করে খুন, থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের
বিহারে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এরপর তাকে খুন করে নদীর চরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। নৃশংস এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কেউ জড়িত রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি অভিযান চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। উচিবান গ্রামের বাসিন্দাদের থেকে খবর পেয়ে মোরহার […]