রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত মল্লিকার্জুন খাড়গে ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিরোধী শিবিরের একটি সূত্রের দাবি অনুযায়ী, কংগ্রেস সভাপতি দলের বাকি নেতৃত্ব এবং ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ গতকাল রাতে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানান বিজেপি নেতা প্রহ্লাদ যোশী ৷ তবে, রবিবার রাজ্যসভায় বিরোধী দলের উপনেতা প্রমোদ তিওয়ারি জানিয়েছিলেন, তাঁর কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি ৷তিনি বলেছিলেন, “আমি রাজ্যসভায় বিরোধী দলের উপনেতা ৷ আমি প্রধানমন্ত্রী মনোনীত নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনও আমন্ত্রণ পাইনি বা ‘ইন্ডিয়া’ জোটের শরিকরাও পায়নি ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানকে আন্তর্জাতিকমানের করতে, নরেন্দ্র মোদি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাতে বেশি আগ্রহী ৷” এদিকে, ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না ৷ সঙ্গে এও যোগ করেছেন, তাঁকেও আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির তরফে ৷ তিনি বলেন “আগেই জানিয়েছি, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না ৷ এমনকি আমাকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ আমি শুধু সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই, শুধুমাত্র ওনাকে দেখে ভোট না-দেওয়ার জন্য ৷” এমনকি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বা অভিনন্দন কিছুই জানাবেন না তিনি ৷ সংবাদ মাধ্যমের প্রশ্নে মমতা বলেন, “আমারে ক্ষমা করবেন, আমি অসাংবিধানিক ও বেআইনিভাবে গঠিত সরকারের জন্য কোনও দলকে শুভেচ্ছা জানাতে পারব না ৷” এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছিলেন, মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণে শুধুমাত্র ‘আন্তর্জাতিক নেতাদের’ আমন্ত্রণ জানানো হচ্ছে ৷ তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধী শিবিরে আমন্ত্রণ আসা নিয়ে ৷ আর বিরোধী দলগুলিকে পরবর্তী সময়ে আমন্ত্রণ জানান হলেও, ‘ইন্ডিয়া’ জোট অবশ্যই চিন্তাভাবনা করবে সেখানে উপস্থিত থাকা উচিত কি না, তা নিয়ে ৷ জয়রাম রমেশের সেই আশঙ্কাই কার্যত সত্যি হল ৷ কারণ, একমাত্র খাড়গেকে ছাড়া আর কোনও বিরোধী নেতৃত্বকে শপথ গ্রহণের প্রয়োজনবোধ করেনি এনডিএ তথা বিজেপি ৷
Related Posts
সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী কপিল সিব্বাল
রাজ্যসভার সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন, এই পদটি তিনি গত তিন দশকে তিনবার অধিষ্ঠিত হয়েছেন। ৭৫ বছর বয়সী প্রবীণ আইনজীবী, যিনি গত বছর বারে ৫০ বছর পূর্ণ করেছিলেন, তিনি SCBA-এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রদীপ রাইকে পরাজিত করেছিলেন। সূত্র জানায়, ভোটার তালিকায় ২৮৫০ সদস্যের নির্বাচনে মোট […]
বিজেপি শাসিত মণিপুরে ফের চলল গুলি, উত্তপ্ত জিরিবামে মৃত ৫
ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর। শনিবার জিরিবাম জেলায় দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুরে জঙ্গি নাশকতা সন্দেহে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ দিনও জঙ্গি ডেরার খোঁজে তল্লাশি চালিয়েছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে […]
হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, আপাতত চাকরি বহাল ২৬ হাজার শিক্ষকের, জুলাই মাসে চূড়ান্ত শুনানি
২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত ২২ এপ্রিল দিয়েছিল, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ যার অর্থ, আপাতত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে৷ তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেকা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য […]