হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি স্পষ্ট করে দিলেন, মমতা ইন্ডিয়া জোটের অংশ। আর সেটা মানতে অধীর চৌধুরী বাধ্য। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন। সেটা ঠিক করবে হাইকমান্ড। খাড়গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। বাইরে থেকে সমর্থন কোনও নতুন বিষয় নয়। প্রথম ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিলেন। কিন্তু তার পরেও মমতার আরও একটি বিবৃতি এসেছে। যাতে স্পষ্ট তিনি ইন্ডিয়া জোটেরই অংশ। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, তিনি কী বললেন তাতে কিছু যায় আসে না।” কংগ্রেস সভাপতির সাফ বার্তা, “হয় হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে।” বস্তুত ইন্ডিয়া জোটের নামকরণ মমতাই করেছেন। গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তিনিই অগ্রণী ভূমিকা নেন। কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। রাজ্যের শাসকদলের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম প্রীতিই এর জন্য দায়ী। সম্প্রতি মমতা একাধিকবার জানিয়েছেন রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও দিল্লিতে তিনি ইন্ডিয়া জোটের পাশেই আছেন। তৃণমূলই নেতৃত্ব দিয়ে দেশে ইন্ডিয়া জোটের সরকার গড়ে দেবে। মমতার সেই অবস্থানেও আপত্তি জানিয়েছেন অধীর। পালটা হাইকম্যান্ডের সঙ্গে সম্মুখসমরে নামার ইঙ্গিত দিয়েছেন অধীরও।
Related Posts
দেশে ৩১৬, বাংলায় ৩৪! বিজেপিকে হটানোয় আত্মবিশ্বাসী ইন্ডিয়া
সামনে এসেছে বেকারত্ব। মানুষ ভেবেছে মূল্যবৃদ্ধি নিয়ে। আজ, শনিবার শেষ দফার ভোটের আগে আত্মবিশ্বাসী মহাজোট ‘ইন্ডিয়া’। আত্মবিশ্বাসী কংগ্রেস। সোনিয়া গান্ধীর দলের গোপন অভ্যন্তরীণ রিপোর্টেও তার ইঙ্গিত। কংগ্রেস মনে করছে, ৩১৬’র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে ‘ইন্ডিয়া’। সবচেয়ে বড় কথা, এই রিপোর্টে কংগ্রেস নিজেদের প্রাপ্তির হিসেবই করেনি। পুরো অঙ্কটাই হয়েছে জোটের। বাংলায় জোটবদ্ধ হয়ে ইন্ডিয়া লড়ছে না। […]
যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে NEET প্রশ্নফাঁস দুর্নীতি মানলেন রাষ্ট্রপতি, বললেন অভিযুক্তদের কঠিনতম শাস্তি দিতে হবে
সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির শাসনে বিগত ১০ বছরে বদলে গিয়েছে ভারত। নারী থেকে যুবকল্যাণ, পরিকাঠামো থেকে অর্থনীতি, প্রতিরক্ষা থেকে স্বাস্থ্য, কৃষক স্বার্থ থেকে শিক্ষা, সবক্ষেত্রে বিজেপি সরকারের জয়গান গাইলেন দ্রৌপদী। তবে শিক্ষা ক্ষেত্রে প্রশ্নফাঁসের ঘটনা এড়াতে পারলেন না । নিটে প্রশ্ন ফাঁস-সহ একাধিক […]
‘আই অ্যাম ব্যাক!’ জেল থেকে বেরিয়ে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, শনিবার দুপুরে বড় ঘোষণা
অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত […]