‘হয় মানো, না হয় বাইরে যাও’, মমতার সঙ্গে জোট নিয়ে অধীরকে কড়া বার্তা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির খাড়গের

হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি স্পষ্ট করে দিলেন, মমতা ইন্ডিয়া জোটের অংশ। আর সেটা মানতে অধীর চৌধুরী বাধ্য। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন। সেটা ঠিক করবে হাইকমান্ড। খাড়গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। বাইরে থেকে সমর্থন কোনও নতুন বিষয় নয়। প্রথম ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিলেন। কিন্তু তার পরেও মমতার আরও একটি বিবৃতি এসেছে। যাতে স্পষ্ট তিনি ইন্ডিয়া জোটেরই অংশ। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, তিনি কী বললেন তাতে কিছু যায় আসে না।” কংগ্রেস সভাপতির সাফ বার্তা, “হয় হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে।” বস্তুত ইন্ডিয়া জোটের নামকরণ মমতাই করেছেন। গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তিনিই অগ্রণী ভূমিকা নেন। কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। রাজ্যের শাসকদলের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম প্রীতিই এর জন্য দায়ী। সম্প্রতি মমতা একাধিকবার জানিয়েছেন রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও দিল্লিতে তিনি ইন্ডিয়া জোটের পাশেই আছেন। তৃণমূলই নেতৃত্ব দিয়ে দেশে ইন্ডিয়া জোটের সরকার গড়ে দেবে। মমতার সেই অবস্থানেও আপত্তি জানিয়েছেন অধীর। পালটা হাইকম্যান্ডের সঙ্গে সম্মুখসমরে নামার ইঙ্গিত দিয়েছেন অধীরও।

error: Content is protected !!