হাসপাতালে বাথরুমে স্নান করছিলেন এক মহিলা চিকিত্সক। সেই সময় এক ঠিকে কর্মী লুকিয়ে তাঁর স্নান করার ভিডিয়ো রেকর্ড করছিল। চিকিত্সকের তখন এক অদ্ভুত অনুভূতি হয়। এবং তিনি অনুভব করেন যে, বাথরুমের কাছে কেউ দাঁড়িয়ে আছে। তখনই তিনি ওই কর্মীকে দেখে ভিডিয়ো করতে। তত্ক্ষণাত্ তিনি অ্যালার্ম বাজিয়ে দেন। ঘটনাটি ঘটে, মুম্বইয়ের কান্দিভালিতে একটি সরকারি হাসপাতালে। ইতোমধ্যেই মহিলা ডাক্তারের অশ্লীল ভিডিয়ো করার অভিযোগে ওই ঠিকা কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটে, ৬ আগস্ট মঙ্গলবার। অভিযুক্তের নাম জয়েশ সোলাঙ্কি। অভিযুক্ত হাসপাতালে চুক্তিভিত্তিক সংরক্ষক হিসেবে কাজ করত। পুলিস তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা করেছে। নির্যাতিতা চিকিত্সক জানিয়েছেন, বাথরুমের জানলা থেকে মোবাইল ফোন দিয়ে সে ভিডিয়ো রেকর্ড করছিলেন। তিনি সতর্ক করার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত হাসপাতালের কর্মীদের হাতে ধরা পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ তার ফোন কেড়ে নেওয়ার পর তার মোবাইল ফোন থেকে ওই মহিলা চিকিৎসকের ভিডিয়ো পাওয়া যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ কান্দিভলি পুলিসের সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্ত শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করার আগে পুলিস একটি দল হাসপাতালে পাঠিয়ে ঘটনাটি জানতে পারে। অভিযুক্তের ফোনও ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। পুলিস বর্তমানে খুঁজে বের করার চেষ্টা করছে যে অভিযুক্ত হাসপাতালের অন্যান্য কর্মীদের ক্লিপও রেকর্ড করেছিল কিনা। অভিযুক্তকেও পুলিস জিজ্ঞাসাবাদ করছে যে তার অন্যায় ও অশ্লীল কাজে জড়িত থাকার কারণ খুঁজে বের করতে।
হাসপাতালের বাথরুমে স্নানরত লেডি ডক্টরের লুকিয়ে ভিডিও করলেন ঠিকা কর্মী, ধৃত অভিযুক্ত
