গরমেও অযোধ্যার রাম মন্দিরে উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের ঢল নামছে প্রতিদিনই। রামলালাকে একবার স্বচক্ষে দেখতে উন্মাদনার অন্ত নেই। ভগবান রামের শিশুরূপকে কল্পনা করে পূজিত হন রামলালা। কল্পনা হলেও সবটাই বাস্তবের মতো। এক শিশুর যত্নআত্তিতে যেমন কোনও রকম খামতি রাখা হয় না, রামলালার ক্ষেত্রেও ঠিক সেইরকমই। শিশুর মতোই পরম যত্নে তাঁকে পুজো করেন পূজারিরা। গরম লাগে রামলালারও! সেই কল্পনা থেকেই রামলালাকে গরম থেকে রক্ষা করতে গর্ভগৃহে কুলার বসানো হয়েছে কুলার। অযোধ্যার তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাপিয়ে গিয়েছে। শনিবার গর্ভগৃহে একটি কুলার বসানো হয়েছে। রামলালার প্রসাদে দেওয়া হচ্ছে মরশুমী ফল, রাবড়ি, দই। বিশ্বাস, বিগ্রহের অন্দরেই ঈশ্বরের বাস। সাধারণ মানুষের মধ্য়ে তাঁরও গরম লাগে, ঠান্ডা লাগে, ক্ষুধা, তৃষ্ণা সবই পায়। সেই বিশ্বাস থেকেই তাঁকে বিভিন্ন পুজো পদ্ধতিতে প্রসাদ, জল সবই নিবেদন করা হয়। রাম মন্দিরে পাঁচ বছরের বালক রূপে পূজিত হন রামলালা। শিশুর মতোই পরম যত্ন করা হয় তাঁরও। সবই চলে পুজোর মাধ্যমে। রামজন্মভূমির প্রধান আচার্য সতেন্দ্র দাস বলেন, ‘ট্রাস্ট গর্ভগৃহে একটি কুলারের ব্যবস্থা করেছে। এসিও বসানো হবে শীঘ্রই। রবিবারের মধ্যে তারও ব্যবস্থা হয়ে যাবে।’
Related Posts
সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানি পিছিয়ে গেল
২০১৬ সালে SSC দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি পিছিয়ে গেল। বেশ কিছু নতুন আবেদন জমা পড়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তাদের নিজেদের বক্তব্য ৪ সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দেওয়ার জন্য শুনানি পিছনো হয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। সুপ্রিম কোর্ট সূত্রে জানা […]
‘রোজ সংবিধান হত্যা দিবস পালন হচ্ছে’, তোপ মল্লিকার্জুন খাড়গের
প্রতি বছর ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করা হবে বলে গতকালই ঘোষণা করেছে সরকার। উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই আবহে বিজেপি সরকারের এই দিবস পালনের ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে বিরোধীরা এক সুরে তোপ দেগেছে শাসক বিজেপিকে। আবার পুরনো স্মৃতি টেনে এনে কংগ্রেসকে […]
বিকশিত ভারতের স্বপ্নকে দিশা দেখাবে বাজেট, অধিবেশনের আগে বললেন প্রধানমন্ত্রী
তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মঙ্গলবার প্রথমবার বাজেট পেশ করবে মোদি সরকার ৷ তার আগে আজ সংসদে চলছে বাজেট অধিবেশন ৷ তার আগে সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, আগামি পাঁচ বছরের দিশা দেখাবে বাজেট ৷ যা বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে ৷একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছে ৷ যার প্রভাব […]