পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর

পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর। পুলিশ সূত্রে খবর, তাঁর স্কুটারটি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তির নাম এন কে পবিত্রান, তিনি পূর্ব জেলা ক্রাইম টিমের সাথে যুক্ত ছিলেন। এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পবিত্রান নিয়ন্ত্রণ হারায়, স্কুটারটি ডিভাইডারে ধাক্কা মারে, এতে তিনি গুরুতর আহত হন। অফিসার আরও বলেন, তাঁকে দ্রুত লেডি হার্ডিঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

error: Content is protected !!