৪ সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ

জম্মুর ডোডা জেলায় সন্দেহভাজন ৪ জঙ্গির স্কেচ প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ। এই জঙ্গিদের জন্য ২০ লক্ষ টাকার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জঙ্গিদের অতর্কিত হামলায় বেসামাল হয়ে পড়ে সেনা জওয়ানরা। এরপরই পাল্টা জাবাবে এলাকা থেকে পালিয়ে যায় জঙ্গিরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরের বিভিন্ন অংশে জঙ্গি কার্যকলাপ এখনও চলছে। চার জঙ্গি প্রতি ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছে। রবিবার একটি পুণ্যার্থীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। বাসে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লি থেকে আসা পুণ্যার্থীরা ছিল। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ৯ জন। আহত হন আরও ৪১ জন। 

error: Content is protected !!