হিমাচলপ্রদেশ জল দেবে দিল্লিকে, নির্দেশ সু্প্রিমকোর্টের

জলের অভাবে ভুগছে দিল্লি। সঙ্গে দোসর তাপমাত্রার পারদ। তবে দিল্লিবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে সুপ্রিমকোর্ট। হিমাচল প্রদেশ জল দেবে দিল্লিকে। হরিয়ানাকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও হরিয়ানা সরকার জানিয়েছে হিমাচল প্রদেশ থেকে অতিরিক্ত জল কীভাবে তারা বন্টন করবেন তা তারা জানেন না। তবে শীর্ষ আদালত এবং দিল্লিবাসীর কথা ভেবে তারা এবিষয়ে যা করণীয় তা করবেন। এদিন আদালত জানিয়ে দেয় জল নিয়ে যেন কোনও রাজনীতি না হয়। আদালত জানিয়েছে, দিল্লিতে পানীয় জলের হাহাকার চলছে। হরিয়ানাতেও তাপপ্রবাহ চলছে কিন্তু জলের অভাব নেই। সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে জানিয়েছে কোনওভাবেই যেন জলের অপচয় না হয়। প্রসঙ্গত, বিগত মাস থেকেই দিল্লিতে জলের অভাব চলছে। পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৫০ ডিগ্রিতে পৌঁছেছে। জলের অভাবকে সামাল দিতে দিল্লি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলাতেই এই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।  

error: Content is protected !!