জলের অভাবে ভুগছে দিল্লি। সঙ্গে দোসর তাপমাত্রার পারদ। তবে দিল্লিবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে সুপ্রিমকোর্ট। হিমাচল প্রদেশ জল দেবে দিল্লিকে। হরিয়ানাকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও হরিয়ানা সরকার জানিয়েছে হিমাচল প্রদেশ থেকে অতিরিক্ত জল কীভাবে তারা বন্টন করবেন তা তারা জানেন না। তবে শীর্ষ আদালত এবং দিল্লিবাসীর কথা ভেবে তারা এবিষয়ে যা করণীয় তা করবেন। এদিন আদালত জানিয়ে দেয় জল নিয়ে যেন কোনও রাজনীতি না হয়। আদালত জানিয়েছে, দিল্লিতে পানীয় জলের হাহাকার চলছে। হরিয়ানাতেও তাপপ্রবাহ চলছে কিন্তু জলের অভাব নেই। সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে জানিয়েছে কোনওভাবেই যেন জলের অপচয় না হয়। প্রসঙ্গত, বিগত মাস থেকেই দিল্লিতে জলের অভাব চলছে। পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৫০ ডিগ্রিতে পৌঁছেছে। জলের অভাবকে সামাল দিতে দিল্লি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলাতেই এই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
Related Posts
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল
মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি […]
রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চালকবিহীন এয়ারক্রাফ্ট
ভেঙে পড়ল বায়ুসেনার এয়ারক্রাফ্ট ৷ বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়সলমেরে এই দুর্ঘটনা ঘটে ৷ তবে ওই এয়ারক্রাফ্টটিতে কোনও পাইলট ছিল না ৷ এটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট ৷ কারও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ অকুস্থলের দূরত্ব জয়সলমীর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা ৷ বায়ুসেনার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, […]
রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন বাংলার ডিজে
রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক ডিজে৷ নিহত ওই যুবকের নাম সঞ্জীব৷ পানশালায় আসা কয়েকজন যুবকের সঙ্গে পানশালার বাউন্সারদের হাতাহাতির পরই এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, রবিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানীর রাঁচি একটি নামজাদা হোটেলের পানশালায় এই ঘটনা ঘটে৷ মহিলাদের উত্যক্ত করা নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে খবর৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পানশালায় আসা কয়েকজন […]