শেষদফায় ৯ আসনে ভোট গ্রহণের সঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রেও। সেখানে গিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি কেন এসেছেন তা নিয়েই বাকবিতন্ডায় জড়ান এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। শেষপর্যন্ত তা ধস্তাধস্তিতে জড়ায়। ঘটনাস্থল ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ। তাঁর সঙ্গে তর্কাতর্কি জড়ান বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। এনিয়ে একটি ভিডিও সামানে এসেছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি বঙ্গনিউজ। তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার সিপিএম প্রার্থী তন্ময়কে বলেন, আপনি ভোটারদের প্রভাবিত করা ছেড়ে দিন। ক্যান্ডিডেট হয়ে এখানে কী করছেন আপনি? ওই কথা শুনে পাল্টা তন্ময় বলেন, কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা বলবেন না। পাল্টা গলা চড়ান শান্তনু। তিনি বলেন, আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, আপনি ভোটারদের প্রভাবিত করছেন। এরপরই সিপিএম প্রার্থী তৃণমূল কাউন্সিলরের দিকে তেড়ে যেতে দেখা যায় সিপিএম প্রার্থীকে ৷ অন্যদিকে, তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, তাঁকে বুথের মধ্যে ঘিরে ধরে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় ৷
Related Posts
অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগের পর অপসারিত মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার
আসন্ন লোকসভা নির্বাচনের মুখে সোমবার হঠাৎই অপসারিত হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে বদলি করতে হবে মুকেশ কুমারকে। অপসারণের নির্দেশের পরই ওই আইপিএস অফিসারকে তীব্র আক্রমণ করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের […]
ধূপগুড়িতে থেকে তৃণমূলের ‘দ্বিতীয়’ নবজোয়ারের ইঙ্গিত দিয়ে দিলেন অভিষেক
লোকসভা ভোটের প্রচারে নেমে ধুপগুড়িতে ঝাঁঝালো বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে তুমুল নিশানা করার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের বুঝিয়ে দিলেন নতুন তৃণমূলে কী হতে চলেছে নিয়ম। অভিষেক এদিন বলেন, “আজকের তারিখ লিখে রাখুন। যে সংখ্যায় লোক আজ ধূপগুড়িতে এসেছে তা অভাবনীয়। চার ঘণ্টা ধরে সভাস্থলে আছেন এঁরা। এটা জুমলাবাজদের মাটি নয়। আজকের সভা দেখার পরে বিজেপি নেতাদের […]
সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে বনকর্মীর মৃত্যু
সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন বনকর্মী অমলেন্দু হালদার। এই ব্যক্তি রায়দিঘির বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধেয় বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন। সে সময় বনকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় চোরাশিকারীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। বোটে নিহত বনকর্মীর সঙ্গে ছিলেন আরও ৩জন কর্মী ও বোটের ২ কর্মী। […]