বরহানগরের উপনির্বাচনের তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, পালটা তেড়ে সিপিএম প্রার্থী

শেষদফায় ৯ আসনে ভোট গ্রহণের সঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রেও। সেখানে গিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি কেন এসেছেন তা নিয়েই বাকবিতন্ডায় জড়ান এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। শেষপর্যন্ত তা ধস্তাধস্তিতে জড়ায়। ঘটনাস্থল ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ। তাঁর সঙ্গে তর্কাতর্কি জড়ান বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। এনিয়ে একটি ভিডিও সামানে এসেছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি বঙ্গনিউজ। তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার সিপিএম প্রার্থী তন্ময়কে বলেন, আপনি ভোটারদের প্রভাবিত করা ছেড়ে দিন। ক্যান্ডিডেট হয়ে এখানে কী করছেন আপনি? ওই কথা শুনে পাল্টা তন্ময় বলেন, কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা বলবেন না। পাল্টা গলা চড়ান শান্তনু। তিনি বলেন, আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, আপনি ভোটারদের প্রভাবিত করছেন। এরপরই সিপিএম প্রার্থী তৃণমূল কাউন্সিলরের দিকে তেড়ে যেতে দেখা যায় সিপিএম প্রার্থীকে ৷ অন্যদিকে, তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, তাঁকে বুথের মধ্যে ঘিরে ধরে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় ৷

error: Content is protected !!