ইতিমধ্যেই রিমল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রিমল সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার। সোমবার বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আরও শক্তি হারিয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে সেটি অতি গভীর নিম্নচাপের আকার ধারণ করবে। বিকেলের মধ্যে গভীর নিম্নচাপ এবং রাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে রিমাল। তবে ঘূর্ণিঝড় এবং পরবর্তী নিম্নচাপের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব প্রান্তেই। পাহাড় ছাড়া রাজ্যের সর্বত্র চলবে ঝড়বৃষ্টি। কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টিপাত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নদিয়া ও মুর্শিদাবাদে। অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।রিমল পার করলেও আজ নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে মকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার, সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার বেগে বাতাস হইতে পারে। সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আজ। কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট।
Related Posts
চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ মমতার
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চে বক্তব্য রাখলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তিনি বলেন, নির্যাতিতদের উৎসর্গ করছি আজকের দিনটা। সমাজে যাঁরা নির্যাতিত হয়েছেন তাঁদের। বিশেষ করে আরজি করে আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন তাঁকে। দেশ জুড়ে নির্যাতিতা এবং তাঁদের পরিবারের প্রতি দিনটি উৎসর্গ করছি। দলীয় অনুষ্ঠানের মঞ্চ […]
ফের রাজ্য পুলিশে ব্যাপক রদবদল
ফের রাজ্য পুলিশে রদবদল। ১২ জন পুলিশ আধিকারিক (আইপিএস, ডব্লুবিপিএস)-কে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনকে লোকসভা ভোটের সময় বদলি করেছিল কমিশন। বিধাননগর পুলিশের কমিশনার পদ থেকে সরানো হয়েছে আইপিএস গৌরব শর্মাকে। তাঁকে এসটিএফের আইজি পদে বদলি করা হয়েছে। বিধাননগর পুলিশের কমিশনার পদে বসানো হয়েছে মুকেশকে। তিনি পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-এ আইজি পদে […]
শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল পরিষেবা চালু, রাতটা ট্রেনেই কাটল অনেকের
রেল পরিষেবা শুরু হল শিয়ালদহ ডিভিশনে। পূর্ব রেলের তরফে এমনটাই জানান হয়েছে। এই বিষয়ে পূর্ব রেল জানাচ্ছে, সকাল ৯টা থেকে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এছাড়া শিয়ালদা ডিভিশনের অন্য সমস্ত সেকশনেও ট্রেন পরিষেবা স্বাভাবিক দিনের মতোই আবারও চালু করা গিয়েছে। একটা সময় জানা গিয়েছিল, সোমবারও শিয়ালদা ডিভিশনে বাতিল থাকতে পারে একাধিক ট্রেন। […]