রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। মূল ভূখণ্ডে আছড়ে পড়ার পর সাগরদ্বীপ-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার ভোর থেকেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হওয়ার দাপটও। সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। রেমালের তাণ্ডবলীলায় দক্ষিণ ২৪ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় ভেঙে পড়েছে গাছ ৷ পাশাপাশি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগরদ্বীপ। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে যে সব অস্থায়ী দোকান ছিল, সেসব দোকানই কার্যত ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙ্গে পড়েছে। এদিন সকাল থেকেই সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় যে সব জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল সেখানেও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছে গিয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজও শুরু করেছে তারা ৷ বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের কারণে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সব ফেরি পরিষেবা এদিনও সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে কাকদ্বীপ লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া ভেসেল পরিষেবাও।
Related Posts
অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগের পর অপসারিত মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার
আসন্ন লোকসভা নির্বাচনের মুখে সোমবার হঠাৎই অপসারিত হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে বদলি করতে হবে মুকেশ কুমারকে। অপসারণের নির্দেশের পরই ওই আইপিএস অফিসারকে তীব্র আক্রমণ করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের […]
‘মমতা দাঙ্গাবাজ, দাঙ্গা করিয়ে আমাকে হারানো হয়েছে’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী
“মমতা দাঙ্গাবাজ। দাঙ্গা করে আমাকে হারানো হয়েছে। রামনবমী পর্যন্ত সব ঠিক ছিল। তারপর দাঙ্গা করিয়ে ভোটের মেরুকরণ করানো হয়েছে। তথ্য দিয়ে প্রমাণ দেব। দাঙ্গার কথা প্রকাশ্যে বলা বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে তিনি ৪ বার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন।” বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। একইসঙ্গে, মমতাকে অধীরের চ্যালেঞ্জ, “সাহস থাকলে অস্বীকার করুন।” পাশাপাশি এদিন অধীর রঞ্জন চৌধুরী […]
মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা
নবমীর মিছিলে দুষ্কৃতীদের হামলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শক্তিপুর থানার একাধিক এলাকা।স্থানীয় সূত্রে খবর, বুধবার শক্তিপুর রামনবমী উৎসব উদযাপন কমিটির তরফ থেকে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি যখন শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছাকাছি পৌঁছায় সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎই মিছিলে অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, […]