মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। মৌসম ভবন সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, তা ঘিরে এখনও স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দপ্তর।
Related Posts
ওভারহেড তারে গাছের ডাল পড়ে বিপত্তি, হাওড়া-আমতা শাখায় ব্যাহত ট্রেন চলাচল
ওভারহেড তারে গাছের ডাল পড়ে বিপত্তি। হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। সপ্তাহের শুরুর দিনে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, রেলের ওভারহেড তারে উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। সেই কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। […]
রাজ্যে ফের ইডি হানা, উত্তর ২৪ পরগনার নিউ-ব্যারাকপুরে টানা তল্লাশি
উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ED-র ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয় বলে খবর মিলেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। […]
‘এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে’, বালুরঘাট থেকে টার্গেট দিলেন অমিত শাহ
ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিন রাজ্যে বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আসনের টার্গেট স্থির করে দিলেন তিনি৷ বললেন, ‘২০১৯-এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮টি সিট দিয়েছিলেন তাতে মোদিজি ৩০০-এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে এবং আমাদের […]