ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। বাংলাদেশের মংলা বন্দর, খুলনা বরিশাল সাতক্ষীরাতে ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি। এরপর ক্রমশ উত্তর দিকে ফরিদপুর যশোর ময়মনসিং বগুড়া হয়ে ঘূর্ণিঝড় নিম্নচাপ রূপে পূর্ব ভারতের দিকে প্রবেশ করবে। বাংলাদেশ লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার হ্যামিল্টন আইল্যান্ড, কুমিরমারি, যোগেশগঞ্জ, গোসাবা, হিঙ্গলগঞ্জ এলাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। ঝড়খালি ও মরিচঝাঁপিতেও প্রভাব পড়তে পারে বেশি। এরপর বসিরহাট হাসনাবাদ ও বনগাঁতেও প্রভাব থাকবে।
Related Posts
‘ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না’, পদত্যাগের পরেও অনড় অখিল
মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন। নির্দেশ মেনে পদত্যাগ করছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।তবে, যে ঘটনা থেকে পুরো বিষয়টির সূত্রপাত, সেই বন দপ্তরের মহিলা কর্মীর কাছে ক্ষমা চাওয়ার ‘কোনও প্রশ্নই ওঠে না’ বলে জানালেন রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। এমনকী, মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেও তিনি অনুতপ্ত নন, বলেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অখিল গিরি। ‘ শনিবারের ঘটনার পর […]
‘গুলি চালানো উচিৎ বাহিনীর, না হলে বন্দুকে মরচে পড়ে যাবে’, বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী রাজু বিস্তার
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান দিলেন তিনি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, “কোনও অসামাজিক তত্ত্ব সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বাঁধা দিলে কেন্দ্রীয় বাহিনীর প্রতিরোধ করা উচিৎ।” এর আগে ২০২১ সালে বিধানসভা ভোটের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল কয়েকজনের […]
বাঁকুড়ায় বাড়ছে ডেঙ্গি প্রকোপ, মৃত ২, রাজ্যে আক্রান্ত ৭৩৯
দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর কথা স্বীকার করল বাঁকুড়া মেডিক্যাল। পুজোর মুখে বাঁকুড়া জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭৩৯ জন। এর মধ্যে শুধুমাত্র পুনিশোল গ্রামেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫০। ডেঙ্গিতে মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া […]