উত্তরপ্রদেশে কলেজে যাওয়ার সময় জন্মদিনে খাওয়ানোর টোপ দিয়ে হোটেলে নিয়ে গিয়ে দলিত কিশোরীকে ধর্ষণ অভিযোগ বন্ধুর বিরুদ্ধে

যোগীরাজ্যে আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জন্মদিন উদযাপনের নাম করে দলিত কিশোরীকে ধর্ষণ। অভিযোগ তাঁরই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধর্ষণের সময় মুহূর্তটি ভিডিও করেছিল অভিযুক্তের এক বন্ধু। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দায়। ৪ সেপ্টেম্বর কলেজে যাওয়ার সময়েই ধর্ষণের শিকার হন ১৮ বছরের দলিত কিশোরী। সম্প্রতি থানায় ধর্ষণের ঘটনাটির অভিযোগ জানান তিনি। এই ঘটনায় রবিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা।  সূত্রে খবর, দুই অভিযুক্ত কিশোরীর পূর্ব পরিচিত। কলেজে যাওয়ার সময় তাঁকে জন্মদিনে খাওয়ানোর টোপ দেয় তারা। উদযাপনের প্রস্তাব দেওয়ায় দুইজনের সঙ্গেই একটি হোটেলে যান কিশোরী। সেখানেই তাঁকে ধর্ষণ করে যুবক। সেই মুহূর্তের ভিডিও তুলে রাখে যুবকের এক বন্ধু। ধর্ষণের পর কিশোরীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। ধর্ষণের ঘটনাটি বাইরে ফাঁস করলে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। এই ঘটনার ১৮ দিনের মাথায় পরিবারকে জানায় কিশোরী। এরপর থানায় অভিযোগ জানাতে আসে। শনিবার এই ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

error: Content is protected !!