যোগীরাজ্যে আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জন্মদিন উদযাপনের নাম করে দলিত কিশোরীকে ধর্ষণ। অভিযোগ তাঁরই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধর্ষণের সময় মুহূর্তটি ভিডিও করেছিল অভিযুক্তের এক বন্ধু। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দায়। ৪ সেপ্টেম্বর কলেজে যাওয়ার সময়েই ধর্ষণের শিকার হন ১৮ বছরের দলিত কিশোরী। সম্প্রতি থানায় ধর্ষণের ঘটনাটির অভিযোগ জানান তিনি। এই ঘটনায় রবিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। সূত্রে খবর, দুই অভিযুক্ত কিশোরীর পূর্ব পরিচিত। কলেজে যাওয়ার সময় তাঁকে জন্মদিনে খাওয়ানোর টোপ দেয় তারা। উদযাপনের প্রস্তাব দেওয়ায় দুইজনের সঙ্গেই একটি হোটেলে যান কিশোরী। সেখানেই তাঁকে ধর্ষণ করে যুবক। সেই মুহূর্তের ভিডিও তুলে রাখে যুবকের এক বন্ধু। ধর্ষণের পর কিশোরীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। ধর্ষণের ঘটনাটি বাইরে ফাঁস করলে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। এই ঘটনার ১৮ দিনের মাথায় পরিবারকে জানায় কিশোরী। এরপর থানায় অভিযোগ জানাতে আসে। শনিবার এই ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
Related Posts
স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কেজরিওয়ালের পি এ, বললেন সঞ্জয় সিং
অরবিন্দ কেজরিওয়ালের পি এ বিভব কুমার খারাপ আচরণ করেছেন, হেনস্থা করেছেন স্বাতী মালিওয়ালকে। আন্তর্বতী জামিনে মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান স্বাতী মালিওয়াল । কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতেই দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে বসার ঘরে অপেক্ষা করছিলেন সাংসদ। ওই সময় কেজরিওয়ালের পি এ স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে […]
দায়িত্ব নিয়েই কাজ শুরু, প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে প্রথমে কিষাণ সম্মান নিধির ফাইলে সই করলেন নরেন্দ্র মোদি
রবিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ আর সোমবার সকালেই ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ তহবিলের প্রায় ২০ হাজার কোটি টাকার ১৭ তম কিস্তি প্রকাশের ফাইলে সই করলেন মোদি ৷ মন্ত্রিসভার ৭২ জন সদস্যকে নিয়ে রবিবার রাষ্ট্রপতি ভবনের লনে প্রধানমন্ত্রী মোদি শপথ নেন ৷ তারপর এদিন সকালেই তিনি সাউথ ব্লকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে যান […]
অরুণাচল প্রদেশে সরকার গড়ার পথে বিজেপি, সিকিমে একছত্র আধিপত্য এসকেএম-এর
আজ উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ এদিন ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০টি আসনে চলছে ভোটগণনা৷ অন্যদিকে, ৩২ আসনে সিকিমেও গণনা আজ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার […]