মহারাষ্ট্র থেকে তীর্থযাত্রার উদ্দেশে তিনটি বাসে করে নেপালে রওনা দিয়েছিল ১০৪ জন ভারতীয়ের দল। দু’দিন আগেই উত্তরপ্রদেশ থেকে তারা পোখরায় পৌঁছায়। শুক্রবার সকালে পোখরার রিসর্ট থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট নীচে নদীতে পড়ল বাস। কাঠমাণ্ডু থেকে ১২০ কিলোমিটার দূরে তানাহুনের মারশিংডিতে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত মৃতের সংখ্যা ২৭। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪৩ জন ভারতীয় ছিলেন। তিনটি বাসে করে ১০৪ জন ভারতীয় ১০ দিনের সফরে নেপালে এসেছিলেন। সেই দলেরই ৪৩ জন শুক্রবার সকালে পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিলেন। সাড়ে ১১টা নাগাদ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাসটি নদীতে পড়ে যায়। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নেপাল প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে। স্থানীয় প্রশাসনই উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে। তানাহুনের ডিএসপি শৈলেন্দ্র থাপা জানান, ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জখম ১৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। তানাহুনের জেলা আধিকারিক জনার্দন গৌতম ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। এসএসপি মহাদেব পাউড়েলের নেতৃত্বে মোট ৪৫ জনের দল তল্লাশি অভিযান চালাচ্ছে। নেপাল সেনার এমআই ১৭ কপ্টারও আনবু খাইরেনির ওই দুর্ঘটনাস্থলে টহল দিচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাসটিতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট রয়েছে। কাঠমাণ্ডু হয়ে বাসটির গোরক্ষপুরে ফেরার কথা ছিল। উত্তরপ্রদেশ সরকারের তরফে উদ্ধারকাজ তদারকির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পদমর্যাদার এক অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশের ত্রাণ বিভাগের কমিশনার জি এস নবীন কুমার বলেন, নেপাল বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ৪৩ জন যাত্রীবাহী একটি বাস ১৫০ ফুট নীচে মারশিংডি নদীতে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্তদের সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। গত মাসেই নেপালের চিতওয়ানে ধসের জেরে ত্রিশুলী নদীতে ভেসে গিয়েছিল দু’টি বাস। মৃত্যু হয় সাতজন ভারতীয়ের। বাস দু’টির ৬৫ জন যাত্রীর অনেকেই এখনও নিখোঁজ।
Related Posts
বারাণসীতে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদি
মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দপ্তরে পৌঁছে যান তিনি। সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার-কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট। মনোনয়ন জমা দেওয়ার সময়ে মোদির সঙ্গী ছিলেন যোগী আদিত্যনাথ । বারাণসী কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে […]
আগামী লোকসভাতেই ‘এক দেশ এক নির্বাচন’, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
আগামী পাঁচ বছরের মধ্যে দেশে চালু হবে ‘এক দেশ এক ভোট’ ব্যবস্থা। এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। BJP আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফিরলেই এই ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি। একটি নির্বাচনী ব়্যালিতে রাজনাথ সিং বলেন, ‘অন্ধ্র প্রদেশে লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোটও হচ্ছে। ফলে এমনটা সম্ভব। আমাদের মূল লক্ষ্য, আগামী […]
ওড়িশায় ২৪ বছরের পট্টনায়ক শাসনের অবসান
লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। 24 বছর ধরে ওড়িশায় ক্ষমতায় থাকা নবীন পট্টনায়েক ক্ষমতা হারিয়েছেন। বিজেপি 147টি আসনের মধ্যে 78টি আসন পেয়েছে এবং বিজেডি 51টি আসন পেয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে এনডিএ (বিজেপি, টিডিপি ও জনসেনা পার্টি)। টিডিপি 175টি আসনের মধ্যে 134টি আসন জিতেছে। বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন […]