মানুষের অবাধে বক্তব্য পেশ করার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রই কেবল সত্যিটা জানে। এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়। তথ্যপ্রযুক্তি আইন সংশোধন প্রসঙ্গে মন্তব্য বম্বে হাইকোর্টের । সেই সঙ্গে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বিচারপতি অতুল চান্দুরকারের। তাঁর মতে, নাগরিকদের অবাধে বক্তব্য পেশ করা ও মনোভাব প্রকাশ করার অধিকার আছে। কিন্তু সত্য সম্পর্কে নয়। নাগরিক কেবল সত্যটাই জানবে, সেই জন্য উপযুক্ত পদক্ষেপ করা রাষ্ট্রের দায়িত্ব নয়। এরকম দাবিও রাষ্ট্র করতে পারে না বলে তাঁর অভিমত। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকার যাতে উপযুক্ত ফ্যাক্ট চেক ইউনিট তৈরি করতে পারে, তার জন্য বিচারপতি কিছু অভিমত রায়ে দিয়েছেন। তথ্যপ্রযুক্তি সংশোধিত আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হওয়া একগুচ্ছ মামলা সূত্রে অভিমত। প্রসঙ্গত, সম্পর্কিত মামলাগুলিতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আলাদা দুটি রায় দেন। দু’রকম অভিমত থাকায় তৃতীয় বিচারপতি হিসেবে চান্দুরকারের কাছে মামলাটি পেশ হয়।
Related Posts
‘লালকৃষ্ণ আদবানি অবসর নিলে নরেন্দ্র মোদি কেন নন ?’ RSS প্রধান মোহন ভাগবতকে প্রশ্ন কেজরিওয়ালের
এজেন্সি দিয়ে বিরোধীদল এবং বিরোধীদের সরকার ভাঙার কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! আর এই কাণ্ডের সঙ্গে আরএসএস কি একমত ? এমনই প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এও প্রশ্ন করেন, আদবানি অবসর নিতে পারলে মোদি নন কেন ? দিল্লির […]
উত্তরপ্রদেশে লাইনচ্যুত মালগাড়ির ৭টি কামরা
উত্তরপ্রদেশের লাইনচ্যুত মালগাড়ি। দুর্ঘটনার জেরে উলটে গিয়েছে মালগাড়ির ৭টি কামরা। মালগাড়ি হওয়ার জেরে এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটলেও বিস্তর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যে নাগাদ আমরোহায় গাজিয়াবাদ ও মোরাদাবাদ স্টেশনের মাঝে বেলাইন হয়ে যায় মালগাড়িটি। ট্রেনের ৭টি কামরা […]
চাকরির মেয়াদ ৫ বছর বাকি থাকতেই আচমকা পদত্যাগ UPSC চেয়ারম্যানের, পূজা খেদকার কাণ্ডের মধ্যেই সিদ্ধান্ত!
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মনোজ সোনি। এখনও এই পদে ৫ বছর মেয়াদ বাকি ছিল মনোজ সোনির। তবে আজ আচমকাই তিনি সরে দাঁড়ালেন পদ থেকে। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করেছেন মনোজ সোনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির […]