লাদাখের লেহ পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যেখানে তিনি সিয়াচেনে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আজ সকালেই দিল্লি থেকে বিমানে সিয়াচেনের উদ্দেশে রওনা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি X-এ পোস্টটি শেয়ার করে লিখেছেন যে আমি দিল্লি থেকে সিয়াচেনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে মোতায়েন আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ। সিয়াচেনে সৈন্যদের সঙ্গে বৈঠকের সময় ভারত মাতা কি জয়ের জোরে স্লোগান ওঠে। এ সময় রাজনাথ সিংও সেখানে উপস্থিত ছিলেন। সিয়াচেন বেস ক্যাম্পে সেনাদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে আপনারা যেভাবে দেশকে রক্ষা করছেন। আমি এর জন্য আপনাকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, সিয়াচেন ভূমি কোনো সাধারণ ভূমি নয়। এটি একটি প্রতীক। এটি দেশের সার্বভৌমত্ব এবং সংহতির প্রতিনিধিত্ব করে। আমাদের জাতীয় রাজধানী দিল্লি, মুম্বাই আমাদের অর্থনৈতিক রাজধানী, আমাদের প্রযুক্তিগত রাজধানী বেঙ্গালুরু, কিন্তু সিয়াচেন বীরত্ব ও সাহসের রাজধানী।
Related Posts
রং বদলে গেরুয়া হল ‘দূরদর্শন’, নিউজের লোগোর ‘গৈরিকীকরণে’মোদিকে তুলোধোনা মমতার
দূরদর্শনের লোগোর রং বদলে গেল! আগে ছিল লাল, হয়ে গেল গেরুয়া। সরকারি দফতরের লোগোর রং ইত্যাদি বদলানো নতুন কিছু নয়। তবে এক্ষেত্রে দুটি কারণে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত, রংটি গেরুয়া, দ্বিতীয়ত এখন দেশ জুড়ে ভোট-আবহ। দূরদর্শনের লোগোর পরিবর্তিত রং গেরুয়া ভিন্ন রাজনৈতিক ডিসকোর্স তৈরি করে দিচ্ছে। কেননা, গেরুয়া রংটি তো নিছক একটি রং নয়, সেটি […]
বিজেপি শাসিত মণিপুরে ফের চলল গুলি, উত্তপ্ত জিরিবামে মৃত ৫
ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর। শনিবার জিরিবাম জেলায় দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুরে জঙ্গি নাশকতা সন্দেহে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ দিনও জঙ্গি ডেরার খোঁজে তল্লাশি চালিয়েছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে […]
কেরলের ওয়েনাড়ে ভূমিধস বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদি
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। সেখানে ২২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধসে আক্রান্ত এলাকা এদিন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিধস ঘিরে গত ৩০ জুলাই থেকে করুণ পরিস্থিতি ওয়েনাড়ের চুরমালা, মুন্ডাক্কি, মেপ্পাডি এলাকায়। সেখানে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ৪০৩ টি দেহখণ্ডও উদ্ধার হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও ত্রাণের পদক্ষেপ নিয়েছে কেরল […]