দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২৩ দিনের জন্য জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে। তবে সেটার মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত হবে। পয়লা জুনের পরে তাঁর জামিনের মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ নতুন করে জামিন না পেলে লোকসভা ভোটের গণনার দিনে (৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে। ভোটগণনার দিনে তিনি যাতে জেলের বাইরে থাকতে পারেন, সেই আর্জিও জানান দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংঘভি। জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আর্জি জানান। তবে তাতে সরাসরি ‘না’ বলে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের সময় জেলের বাইরে থাকবেন কেজরি। কিন্তু পরদিনই তাঁকে আত্মসমর্পণ করতে হবে। আপাতত দিল্লির তিহাড় জেলে আছেন কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে জামিন পাওয়ার চেষ্টা করেছেন কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টেও জামিনের আবেদন করেছিলেন। তা খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তারপরই সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো। সেই মামলার প্রেক্ষিতেই আজ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মঞ্জুর হল।
Related Posts
একটানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান, মৃত ২০
একটানা ভারি বৃষ্টিতে আগেই রাজস্থানের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জলে ডুবে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত একনাগাড়ে ভারি বৃষ্টির জেরে রাজস্থানে মৃত ২০ জন। আহত আরও একাধিক। সোমবার রাজস্থানের একাধিক শহরে বন্ধ স্কুল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জয়পুর, দউসা, সাওয়াই মাধোপুর, কারৌলি। জলমগ্ন রাস্তায় মুহুর্মুহু দুর্ঘটনা ঘটছে। আজ এই […]
হরিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ৪০ স্কুল পড়ুয়া
সোমবার সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা হরিয়ানায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল পড়ুয়া বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন পড়ুয়া। তারা সকালেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হরিয়ানা পরিবহণ নিগমের বাসটি পঞ্চকুলা শহরের দিকে যাচ্ছিল। পিঞ্জোরের নউলটা গ্রামের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। রাস্তার একপাশে উল্টে যায় সেটি। তড়িঘড়ি করে […]
ভোটের মুখে আর রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই
ভোটের মুখে আর রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। এই নিয়ে টানা সাত বার অপরিবর্তিত রাখা হল ‘রেপো রেট’ (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক গুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাংক)। অর্থাৎ আগের মতো রেপো রেট থাকছে ৬.৫ শতাংশই। রেপো রেট অপরিবর্তিত রাখার অর্থ ঋণের সুদের হারও অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ […]