শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরে আঘাত হানা ঝড়ের কারণে দুই জনের মৃত্যু হয়েছে। যদিও আহত হয়েছেন ২০ জনের বেশি। ঝোড়ো হাওয়ার কারণে নগরীর অনেক এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। দিল্লি পুলিশের মতে, গাছ উপড়ে ফেলার ঘটনায় ৬ জন আহত এবং ২ জন মারা গেছে। ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত হয়েছেন ১৭ জন। প্রবল ঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিল্লি পুলিশের মতে, শুক্রবারের ধূলিঝড়ের পরে, গাছ উপড়ে ফেলার বিষয়ে 152টি কল এবং ভবনগুলির ক্ষতি সম্পর্কে 55টি কল এসেছে। 200 জনেরও বেশি বাসিন্দাও বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন। দ্বারকা মোড এলাকায় একটি বড় ‘সাইন বোর্ড’ পড়ে গেছে, যার কারণে একটি অ্যাম্বুলেন্স সহ দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ের কারণে নয়ডার অনেক জায়গায় গাছ, স্তম্ভ এবং হোর্ডিংও পড়ে গেছে। নয়ডা-গ্রেটার নয়ডায় রাত 10 টার দিকে একটি শক্তিশালী ধুলো ঝড়ের কারণে, অনেক জায়গায় গাছ, স্তম্ভ এবং হোর্ডিংগুলি রাস্তায় পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক ব্যবস্থাও। বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নয়ডা সেক্টর-58-এ বিল্ডিং মেরামতের জন্য বসানো লোহার শাটারিং পড়ে যায়, যার কারণে চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভালো কথা হলো, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে অবতরণের নয়টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।
Related Posts
হাথরসকাণ্ড প্রশাসনিক গাফিলতি, আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য রাহুল গান্ধির
হাথরসে পদপিষ্টে আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার রাহুল মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ ইতিমধ্যেই ওই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১, যা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাহুল স্বজনহারাদের কথা শুনে বলেন, “আমি রাজনৈতিকভাবে এখানে কিছু বলতে চাই […]
‘বেলুন চুপসে গেছে, ভয় কাটছে মানুষের, বারাণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না?’ মোদিকে কটাক্ষ রাহুলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাতেই গলদ। তাও আবার খোদ তাঁর নিদের লোকসভা কেন্দ্র বারাণসীতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, মঙ্গলবার বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির উপর এড়ে এসে পড়ে একটি বস্তু। নেটিজেনদের মতে ওটি আর কিছু নয়, ওটি একটি হাওয়াই চপ্পল। বৃহস্পতিবার সেই ঘটনা নিয়েই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ […]
ছত্তিশগড়ে ডাম্পার উলটে মৃত ১৯, আহত ৪
ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় ২০ ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট ২৫ জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার […]