লোকসভা ভোটের আবহেই দিল্লির কোর্টে বড় ধাক্কা ব্রিজভূষণ শরণ সিংয়ের । ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন মহিলা কুস্তিগিররা। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানায়, ব্রিজভূষণের বিরুদ্ধে পাঁচটি মামলায় পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে ছজন মহিলা কুস্তিগির ছটি মামলা দায়ের করেছিলেন। যার মধ্যে পাঁচটি ক্ষেত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩৫৪এ ধারায় ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। যদিও ষষ্ঠ মামলাটি খারিজ করা হয়েছে। একই সঙ্গে ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন সাক্ষী মালিক। আদালতের রায়ের পরে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এটা আমাদের লড়াইয়ের জয়। এটা ছোট মেয়েদের শেখাবে প্রতিবাদ করতে হয়। আমরা একটা উদাহরণ তৈরি করে রাখলাম। আশা করছি, ও শাস্তি পাবে। আমরা অনেক কঠিন সময় দেখেছি, এখন তার সুফল পাচ্ছি। কিন্তু এখানেই থামব না। আমরা শুধু ভবিষ্যতের দিকে তাকাতে চাই।”
Related Posts
মহারাষ্ট্রের অম্বরনাথে কারখানা থেকে কেমিক্যাল গ্যাসে লিক, শহর জুড়ে আতঙ্ক
মহারাষ্ট্রের অম্বরনাথে একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই গোটা শহরে ছড়িয়ে পড়েছে কেমিক্যাল গ্যাস। স্থানীয়দের দাবি, একটা ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে গোটা এলাকায়। গ্যাসের আচ্ছাদনের কারণে কিছু ভাল করে দেখা যাচ্ছে না, বাড়ির বাইরে বার হলেই গ্যাসের প্রকোপে চোখ-নাক-মুখ- গলা জ্বালা করছে। আতঙ্ক গ্রাস করেছে গোটা শহর মায় […]
অনুমতির চেয়ে বেশি গতিতে ট্রেন চালানোর জন্য সাসপেন্ড চালক-সহকারী
গতিমান এক্সপ্রেস এবং মালওয়া এক্সপ্রেসের চালক এবং সহকারীকে এমন একটি বিভাগে 120 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ট্রেন চালানোর জন্য স্থগিত করা হয়েছে যেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গতিসীমা 20 কিলোমিটার প্রতি ঘণ্টায় সীমাবদ্ধ ছিল। ঘটনাটি সম্প্রতি ঘটেছে, যেখানে উভয় ট্রেনের ক্রুই সতর্কতামূলক গতি সীমা লঙ্ঘন করেছে যেমন আগ্রা ক্যান্টের কাছে জাজাউ এবং মানিয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে, […]
১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যার
৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত ১৬ মাস ধরে দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। সেখানেই বন্দি রয়েছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলও। বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলাতেই জামিন পেয়েছেনন সুকন্যা। ২০২৩ সালের ২৬ এপ্রিল ইডির হাতে […]