আবার ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে আবেদন উল্লেখের আগেই ধাক্কা রউজ অ্যাভিনিউ আদালতে। তিহাড় জেলে নিজের আইনজীবীদের সঙ্গে সপ্তাহে ৫ বার দেখা করার আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। এখন সপ্তাহে দু-বার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান কেজরিওয়াল। কেজরিওয়ালের যুক্তি ছিল, দেশজুড়ে তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা চলছে। তাই আইনজীবীদের সঙ্গে সপ্তাহে দু-বার সাক্ষাৎ পর্যাপ্ত নয়। এই আবেদনের বিরোধিতা করে ইডির বক্তব্য ছিল, সপ্তাহে দু-দিন আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট। এর থেকে বেশি সময় দেওয়া হলে তিনি তথ্য লোপাট করতে পারেন। তাছাড়া তিনি জেলে বসে সরকার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ একটি অজুহাত মাত্র। রউজ অ্যাভিনিউ আদালত অরবিন্দ কেজরিওয়ালের আর্জি খারিজ করে দিয়েছে।
Related Posts
ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিমকে ৬বার প্যারোলে মুক্তি দিয়ে ছিলেন প্রাক্তন এই কারা আধিকারিক! তিনিই এবার হরিয়ানার বিজেপি প্রার্থী
হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেখানে নাম রয়েছে সেই রাজ্যের প্রাক্তন কারা দপ্তরের আধিকারিক সুনীল সাঙ্গোয়ানের। ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত ‘ডেরা সচ্চা সৌদা’-র প্রধান রাম রহিমকে ছ’বার প্যারোলে মুক্তি দিয়েছিলেন তিনি। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সূত্রের খবর, দাদরি আসন থেকে প্রার্থী হয়েছেন সুনীল। এই আসনেই নির্দল প্রার্থী হিসেবে […]
অযোধ্যার রামপথ-ভক্তিপথ থেকে উধাও প্রায় ৪ হাজার বাঁশের বাতি ও প্রজেক্টর
উদ্বোধন হলেও এখনও সম্পূর্ণ শেষ হয়নি অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চুরি! রামমন্দিরে যাওয়ার পথে রাস্তার দু’পাশ থেকে উধাও বাঁশের কারুকাজ করা লাইট। প্রায় চার হাজার লাইট চুরি গিয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোবো প্রজেক্টর। সবমিলিয়ে মোট ৫০ লক্ষ টাকার বেশি জিনিস চুরি হয়েছে […]
বারাণসীতে মিলল জেপি নড্ডার স্ত্রীর চুরি যাওয়া ফরচুনার গাড়ি, গ্রেফতার ২
অবশেষে খোঁজ মিলল বিজেপি সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার স্ত্রীয়ের চুরি যাওয়া গাড়িটির। বারণসী থেকে নাড্ডার স্ত্রী মল্লিকার চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে খোয়া যায় মল্লিকা নাড্ডা ফরচুনা এসইউভি গাড়িটি। গাড়িটিকে ওই দিন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন চালক। পরে যখন […]