হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগে নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। সেই মামলাতেই এবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন স্বঘোষিত ধর্মগুরু। মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। এঁদের মধ্যে এক জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ২০০২ সালে ডেরার মধ্যে গুলি করে খুন করা হয়েছিল ডেরা সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিংকে। সেই হত্যাকাণ্ডের তদন্তে নামে পুলিশ। তবে পুলিশি তদন্তে অসন্তুষ্ট রণজিতের পুত্র ২০০৩ সালে এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্ত হন। সিবিআই তদন্তে জানা যায়, সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম যে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই হাত ছিল। দীর্ঘ বছর মামলা চলার পর ২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। তবে সেই নির্দেশের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্ত হন রাম রহিম। এই মামলাতেই মঙ্গলবার তাঁকে রেহাই দিল হাই কোর্ট।
Related Posts
মহারাষ্ট্রের জঙ্গল থেকে শিকলবন্দি অবস্থায় মার্কিন মহিলা উদ্ধার করল পুলিশ
স্থানীয় বাসিন্দা এদিন জঙ্গলে গিয়ে ওই মহিলাকে প্রথম দেখতে পায়। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখতে পায় অসুস্থ মহিলার জলে ভিজে পড়ে রয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ওরোস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গোয়ায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলাকে বেশ অনেকদিন ধরেই শিকলবন্দি করে রাখা হয়ছিল তাই তাঁর […]
তামিলনাড়ুতে খুন বিএসপির রাজ্য সভাপতি, আটক ৮
তামিলনাড়ুতে নৃশংস ভাবে খুন করা হয়েছে বহুজন সমাজ পার্টির (বিএসপি) রাজ্য সভাপতি কে আর্মস্ট্রংকে। সেই হত্যার ঘটনায় অন্তত আট সন্দেহভাজনকে আটক করা হয়েছে। শুক্রবার চেন্নাইয়ে কে আর্মস্ট্রংকে কুপিয়ে হত্যা করে ছয় সদস্যের একটি চক্র। দুষ্কৃতী দলটি পেরাম্বুরে আর্মস্ট্রংয়ের বাড়ির কাছেই এই হামলা চালায়। আক্রমণের পর গুরুতর জখম অবস্থায় আর্মস্ট্রংকে সেখানে ফেলে রেখেই পালায় আক্রমণকারীরা। পরে […]
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিন বদল
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদলাল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ৮ তারিখ নয়, নরেন্দ্র মোদি ৯ জুন শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদলাল। তিনি আগামী ১২ জুন অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।