‘অভিযোগ ভিত্তিহীন’, অডিও কাণ্ডে তৃণমূলের তারকা সাংসদ দেবকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেবের নামও জড়ানো হয়েছিল। একটি ভাইরাল অডিও-র ভিত্তিতে ঘাটালের হ্যাটট্রিক করা সাংসদের নামে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চাওয়া হয়েছিল সিবিআই তদন্ত। সেই অডিয়োর উপর ভিত্তি করে দাবি করা হয় দেবও নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ হেন অভিযোগ পাওয়ার পর হাইকোর্টের তরফে সিবিআইয়ের মতামত জানতে চাওয়া হয়। এরপর সেই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় এই অভিযোগ ভিত্তিহীন। এর কোনও সারবত্তা নেই। তাই দেবের বিরুদ্ধে আনা এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে কোর্টের তরফে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ সিবিআইয়ের কথায় দেবকে ক্লিনচিট দিয়েছে অডিওকাণ্ডে। প্রসঙ্গত লোকসভা ভোট চলাকালীন দেবের এক প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। তাতে জড়ায় দেবের নামও। হাইকোর্টে এই নিয়ে মামলা করা হয়। তবে পরবর্তীতে যিনি অভিযোগ জানিয়েছিলেন সেই ব্যক্তি এই কেস তুলে নেন। জানিয়ে দেন তিনি তাঁর টাকা পেয়ে গিয়েছেন। বাপ্পাদিত্য নামক এক ব্যক্তি এই অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ পাওয়ার পর সিবিআইয়ের কী মতামত এই কেস নিয়ে সেটা জানতে চায় কলকাতা হাইকোর্ট। তখনই সিবিআইয়ের তরফে আইনজীবী অমাজিৎ দে হাইকোর্টকে একটি রিপোর্ট দিয়ে জানান দেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটা ভিত্তিহীন। প্রসঙ্গত এর আগে হাইকোর্ট এই বিষয়ে সিবিআইয়ের থেকে একটি রিপোর্ট চেয়েছিল। সেটার উত্তরে এই রিপোর্ট জমা দেন সিবিআইয়ের আইনজীবী।

error: Content is protected !!