শুক্রবার খাদানের শ্যুটিং করলেন দেব। সেই ভিডিয়োও পাপারাজ্জি মারফত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার শীতে দেবের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। যা নিয়ে আলাদাই উত্তেজনা দর্শকদের। তবে যেখানে ঘাটালে বন্যায় ভাসছে সাধারণ মানুষ, সেখানে সেই এলাকার সাংসদের এভাবে শ্যুটিং করতে দেখে বেশ বিরক্ত সাধারণ মানুষ। ভিডিয়োতে দেখা গেল হলুদ শার্টে দেব। সঙ্গে কালো প্যান্ট। আর যিশু পরে আছেন সাদা পাজামা পাঞ্জাবি। কড়া নিরাপত্তা বলয় চারদিকে। এমনকী, এক নিরাপত্তারক্ষী এসে ভিডিয়ো করাতেও বাধা দেন। এই ভিডিয়োতে এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘কি অবস্থা হে মানুষগুলো ওখানে না খেতে পেয়ে ভেসে যাচ্ছে আর এখানে শুটিং চলছে’। আরেকজন লিখলেন, ‘ঘাটাল ভেসে গেল তো দাদা, ভোটে দাঁড়াবেন কোথা থেকে পরের বছর?’
Related Posts
ডাক্তারদের ‘জাস্টিস’ আন্দোলনের জেরে ফের চিকিৎসা হয়রানি ও তার জেরে উঠল মৃত্যুর অভিযোগ, মৃত ২
বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ফের চিকিৎসা হয়রানি ও তার জেরে উঠল মৃত্যুর অভিযোগ। সেই সঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে একটি দরিদ্র পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনাও প্রকাশ্যে এল। চিকিৎসকদের ‘জাস্টিস’ আন্দোলনের জেরে পিতৃহারা হওয়ার যন্ত্রণায় ক্ষুব্ধ পরিবার। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে মৃত্যু হয়েছে হরিপালের সদানন্দ পালের (৬২)। কলকাতা মেডিক্যাল […]
উত্তরবঙ্গ মেডিক্যালে লাগাতার ছাত্র আন্দোলনের জের নতিস্বীকার, পদত্যাগ ডিন ও সহকারী ডিনের
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লাগাতার ছাত্র আন্দোলনের জেরে নতিস্বীকার। পদত্যাগ করলেন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। প্রায় ঘণ্টাছয়েক পড়ুয়াদের আন্দোলন-বিক্ষোভের পর পদত্যাগ করেন তাঁরা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পড়ুয়া চিকিৎসকদের ওপর অমানবিক অত্যাচার, টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হলেন চিকিৎসক-পড়ুয়ারা। […]
আসানসোলের কুলটিতে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা
আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন এক ব্যবসায়ীকে। পেশায় মৃত ব্যক্তি সুদ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে ৷ মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর চৌহান (৫১) ৷ কুলটি থানার পুলিশ সূত্রে খবর, চিনাকুড়িতে বসবাসকারী ওই ব্যবসায়ীর অফিস ছিল বাড়ির কাছেই ৷ অফিসে ঢুকেই গুলি করা হয় উমাশঙ্কর চৌহানকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা […]