‘৩দিন ধরে বন্যার জলে ভাসছে ঘাটাল’! ছবির শ্যুটিংয়ে যিশু সঙ্গে ব্যস্ত তৃণমূল সাংসদ দেব

শুক্রবার খাদানের শ্যুটিং করলেন দেব। সেই ভিডিয়োও পাপারাজ্জি মারফত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার শীতে দেবের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। যা নিয়ে আলাদাই উত্তেজনা দর্শকদের। তবে যেখানে ঘাটালে বন্যায় ভাসছে সাধারণ মানুষ, সেখানে সেই এলাকার সাংসদের এভাবে শ্যুটিং করতে দেখে বেশ বিরক্ত সাধারণ মানুষ। ভিডিয়োতে দেখা গেল হলুদ শার্টে দেব। সঙ্গে কালো প্যান্ট। আর যিশু পরে আছেন সাদা পাজামা পাঞ্জাবি। কড়া নিরাপত্তা বলয় চারদিকে। এমনকী, এক নিরাপত্তারক্ষী এসে ভিডিয়ো করাতেও বাধা দেন। এই ভিডিয়োতে এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘কি অবস্থা হে মানুষগুলো ওখানে না খেতে পেয়ে ভেসে যাচ্ছে আর এখানে শুটিং চলছে’। আরেকজন লিখলেন, ‘ঘাটাল ভেসে গেল তো দাদা, ভোটে দাঁড়াবেন কোথা থেকে পরের বছর?’

error: Content is protected !!