বানভাসি ঘাটালে দেব। নিজের সংসদীয় এলাকার দুর্গতদের পাশে দাঁড়াতে ফের রবিবার ঘাটালে এলেন অভিনেতা সাংসদ দেব। তিনি বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে সাংসদের দাবি, এই সময় কেন্দ্র-রাজ্য বিবাদ করে লাভ নেই। প্রক্রিয়া চলছে। পাঁচ বছর সময় লাগবে। নিম্নচাপ আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত ঘাটাল। প্রতি বছরের মতো এবারও পুজোর মুখে ভেসেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বন্য়া পরিস্থিতির শুরুতেই ঘাটাল এসেছিলেন দেব। কী কী প্রয়োজন, তা দেখেশুনে যান। এদিন ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটাল আসেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং মুখ্যসচিব মনোজ পন্থ। বোটে চড়ে পরিদর্শন করেন এলাকা। এলাকার পরিস্থিতি দেখে সাংসদ বলেন, “মানুষ কষ্টের মধ্যে আছে। আমি জাভেদদাকে জানিয়েছিলাম। উনি ত্রাণের ব্যবস্থা করেন। কথা দিয়েছিলেন আজ আসবেন। এসেছেন।” প্রশ্ন করা হয় ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে। প্রশ্নের জবাবে সাংসদ বলেন, “আমাদের দিদি কেন্দ্রকে চিঠি দিয়েছে। ভোটের আগে আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হবে। এই একটা শর্তের জন্যই আমি রাজনীতিতে ফিরেছি।” তবে মাস্টারপ্ল্যান সম্পন্ন হতে যে সময় লাগবে তা স্পষ্ট করে দিয়েছেন সাংসদ। বলেন, “যাঁরা চিৎকার করছেন ঘাটাল মাস্টার প্ল্যান বলে, সেটা পাঁচ বছরের আগে সম্পূর্ণ হওয়া সম্ভব হয় না।”
Related Posts
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত আছেন। বর্তমানে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মনু কুমার। হাসপাতাল সূত্রে খবর, মনু মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কথা বলার অবস্থায় আপাতত নেই। রেল সূত্রে খবর, মনু খানিকটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। উল্লেখ্য, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল […]
প্রবল বৃষ্টিতে জলমগ্ন বারাসতের রাস্তায় বিদ্যুতের খোলা তারে প্রাণ কাড়ল মহিলার
বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায় ৷ সেই জল পাড়িয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না অঞ্জনা বিশ্বাসের ৷ হঠাৎ রাস্তার জমা জলে পড়ে গেলেন তিনি ৷ উপুড় অবস্থায় পড়ে রইল তাঁর নিথর দেহ ৷ অনুমান, জমা জলে বিদ্যুতের খোলা তারে হাত লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ বৃহস্পতিবার […]
স্ত্রীর সঙ্গে বিবাদের জের, ৯ মাসের শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা
কোলের শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। মৃত শিশুর নাম সুজন রুইদাস। বয়স মাত্র ৯ মাস। মৃত ব্যক্তির নাম আবির রুইদাস (৩৫)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সগরভাঙার রুইদাস পাড়ায়। জানা গিয়েছে, আবির ও সরমার বছর কয়েক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই […]