ভিড়ের চাপে ভেঙে পড়ল দেব-এর ভোট প্রচার মঞ্চ

এখন নিত্যদিনই প্রচারের স্বার্থে ঘাটালেই পড়ে থাকতে হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে। বুধবারও ভোটপ্রচারের জন্য ঘাটালেই ছিলেন তিনি। প্রচার চলাকালীনই ঘটে বিপত্তি। জানা যাচ্ছে, ঘাটালে প্রতিদিনই দেবের প্রচারসভা ঘিরে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। বুধবারও তেমনটাই ঘটেছিল। এদিন ভিড়ের চাপে ভেঙে পড়ে সেই মঞ্চ। জানা যাচ্ছে, ঘাটালের শ্যামসুন্দরপুর এলাকার ঘটনা। ভিড়ের জন্যই এটা হয়েছিল। তবে ঘটনায় কেউ আহত হননি।

error: Content is protected !!