আজ বুদ্ধ পূর্ণিমা ৷ এই পুণ্য তিথি উপলক্ষে গঙ্গায় স্নান করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন হরিদ্বারে ৷ কথিত আছে, এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন । এই কারণে বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে । তাই আজ হরিদ্বারের হর কি পৌরি-সহ বিভিন্ন গঙ্গার ঘাটে পবিত্র ডুব দিয়ে প্রার্থনা সারছেন পুণ্যার্থীরা ৷ এর ফলে গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়েছে ভিড় ৷ বুদ্ধ পূর্ণিমায় ভক্তদের স্নানকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনও । সোশাল মিডিয়া পোস্টে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বুদ্ধ পূর্ণিমা স্নান উৎসব উপলক্ষে হরিদ্বার হর কি পৌরি-সহ সমস্ত গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছে । মানুষ যাতে সুশৃঙ্খলভাবে গঙ্গাস্নান করে তাদের গন্তব্যে চলে যায় তা নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে ৷ গাড়োয়াল রেঞ্জের আইজি করণ সিং নাগন্যাল বলেন, “বুদ্ধ পূর্ণিমায় স্নান করতে গঙ্গার ঘাটে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় হবে ৷ তাই তার আগে বুধবার হার কি পাউরি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে । রাত 1টা থেকে আমরা আমাদের কাজ শুরু করেছি ৷ ঘাটে যারা ঘুমোচ্ছিলেন তাদের জাগিয়ে দিয়ে অন্যত্র সরিয়ে গঙ্গাস্নানের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ভিড় সামলাতে পুলিশ মোতায়েন রয়েছে । গঙ্গা আরতি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷” বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের আগমনের পরিপ্রেক্ষিতে পুলিশে-পুলিশে ছয়লাপ হরিদ্বার । মেলাকে সাতটি জোন ও ১৯টি সেক্টরে ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
Related Posts
সিকিমে প্রবল টানা বৃষ্টির জেরে ধস, বাড়ি ভেঙে মৃত ৩, নিখোঁজ বহু
ধসের জেরে বিচ্ছিন্ন সিকিম ও কালিম্পং । দশ নম্বর জাতীয় সড়কে ২৯ মাইলের কাছে রম্ভি ও তিস্তা বাজারের মাঝে ধস নামে । যার ফলে সিকিম ও কালিম্পঙের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । প্রবল বৃষ্টির জেরে ধস জেরে ৩জনের মৃত্যু ৷ সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে সিকিমের ইয়াং ইয়াং ব়্যাং এলাকার মাজুয়া গ্রামে ৷ স্থানীয় […]
সুপ্রিমকোর্টে জামিন পেল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
লোকসভা ভোটের মাঝেই জামিন পেলেন অভিযুক্ত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তাঁর হয়ে এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহাতগি ও অনির্বাণ গুহ ঠাকুরতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়ার […]
জম্মু ও কাশ্মীরে বিজেপির নির্বাচনী ইস্তেহারে পণ্ডিতদের পুনর্বাসন, মন্দিরের পুনর্নির্মাণ সহ একাধিক প্রতিশ্রুতি
জম্মু ও কাশ্মীরে চলতি মাসে ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে বাজিমাত করতে হিন্দুত্বই অস্ত্র বিজেপির। শুক্রবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে প্রকাশিত ইস্তেহার পত্রে ২৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীরী পণ্ডিতদের পুনর্বাসন, মন্দিরের পুনর্গঠন ও সংস্কারের মতো ঢালাও প্রতিশ্রুতি। পাশাপাশি মহিলা […]