সুভাষগ্রাম-সোনারপুর আপ লাইনে ফাটল দেখা দেওয়ায় ব্যাহত, শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল । যদিও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বারুইপুর-ডায়মন্ডহারবার-লক্ষীকান্তপুর আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে খবর। শনিবার রেল লাইনে কাজ করার সময় কর্মীরা লাইনে ফাটল দেখতে পান। খবর যায় আধিকারিকদের কাছে। বন্ধ করে দেওয়া হয় যাত্রী পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছেন রেলের ইঞ্জিনিয়ার। কাজ চলছে জোর কদমে। রেল সূত্রে জানা গিয়েছে, ঘণ্টা খানেকের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে।শনিবার বাংলা বছরের শেষ দিন। অনেকেই বাড়ি ফিরছেন। সেই অবস্থায় দক্ষিণ শাখার বারুইপুর ডায়মন্ড হারবার-লক্ষীকান্তপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।
Related Posts
টানা দুর্যোগের মধ্যে ব্যাপক পরিমাণে জল ছাড়ল মাইথন-পাঞ্চেত, রাজ্য বন্যার সতর্কতা জারি
আগেই জল ছাড়া শুরু করেছিল ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার ৷ আশঙ্কা করা হচ্ছিল আসানসোল ও ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের পরিমাণ যদি না কমে, তাহলে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে পারে ডিভিসি কর্তৃপক্ষ ৷ সেই আশঙ্কা সত্যি করে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক পরিমাণে জল ছাড়া শুরু করেছে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার ৷ এই জল […]
জলপাইগুড়িতে মানসিক ভারসাম্যহীন মূক-বধিরকে ধর্ষণের অভিযোগ, গর্ভবতী যুবতী
যুবতী মানসিক ভারসাম্যহীন, মূক ও বধির। পরিবারের অভিযোগ, যুবতীকে ধর্ষনের। জানা গিয়েছে তিনি গর্ভবতী। ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট চা বাগান। জানা গিয়েছে, যুবতীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁর পরিবারের সদস্যরা বানারহাট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বেশকিছু পরীক্ষার পর নিশ্চিত করেন, ২১ সপ্তাহের গর্ভবতী। এর পরই রবিবার সকালে মেয়েটির দাদা ও বানারহাট চা বাগানের বেশ কিছু […]
বৃহস্পতিবারও ফের জল ছাড়ল ডিভিসি, দ্রুত এলাকা খালি করার নির্দেশ
বুধবার গিয়েছিলেন হুগলি, পশ্চিম মেদিনীপুরের বন্যা-কবলিত অঞ্চলে। আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হাওড়ার উদয়রাণায়নপুর-সহ একাধিক প্লাবিত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও একেবারে হাঁটুজলে নেমে দুর্গত এলাকায় পৌঁছোন মুখ্যমন্ত্রী। রাজ্যের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার ডিভিসি নতুন করে জল ছাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিকল্পিত বন্যা-পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ দেগে এবার গণ-আন্দোলনের ডাক দিলেন মমতা […]