সুভাষগ্রাম-সোনারপুর আপ লাইনে ফাটল, ব্যাহত ট্রেন পরিষেবা

সুভাষগ্রাম-সোনারপুর আপ লাইনে ফাটল দেখা দেওয়ায় ব্যাহত, শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল । যদিও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বারুইপুর-ডায়মন্ডহারবার-লক্ষীকান্তপুর আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে খবর। শনিবার রেল লাইনে কাজ করার সময় কর্মীরা লাইনে ফাটল দেখতে পান। খবর যায় আধিকারিকদের কাছে। বন্ধ করে দেওয়া হয় যাত্রী পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছেন রেলের ইঞ্জিনিয়ার। কাজ চলছে জোর কদমে। রেল সূত্রে জানা গিয়েছে, ঘণ্টা খানেকের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে।শনিবার বাংলা বছরের শেষ দিন। অনেকেই বাড়ি ফিরছেন। সেই অবস্থায় দক্ষিণ শাখার বারুইপুর ডায়মন্ড হারবার-লক্ষীকান্তপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। 

error: Content is protected !!