রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন বাংলার ডিজে

রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক ডিজে৷ নিহত ওই যুবকের নাম সঞ্জীব৷ পানশালায় আসা কয়েকজন যুবকের সঙ্গে পানশালার বাউন্সারদের হাতাহাতির পরই এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, রবিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানীর রাঁচি একটি নামজাদা হোটেলের পানশালায় এই ঘটনা ঘটে৷ মহিলাদের উত্যক্ত করা নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে খবর৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পানশালায় আসা কয়েকজন ক্রেতা এবং পানশালার বাউন্সারদের মধ্যে বচসা শুরু হয়৷ যা গড়ায় হাতাহাতিতে৷ এর পরই ওই পানশালায় বাইরে থেকে আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় হাজির হয়৷ বহিরাহত ওই দুষ্কৃতীরাই পানশালায় ঢুকে অন্তত ছয় রাউন্ড গুলি চালায় বলে খবর৷ তখনই গুলিবিদ্ধ হন সঞ্জীব নামে ওই ডিজে৷ ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে৷ তাতে দেখা যাচ্ছে, এক যুবক বন্দুক উঁচিয়ে সঞ্জীব নামে ওই ডিজের দিকে এগিয়ে যাচ্ছে৷ এর পরই গুলি করা হয় তাঁকে৷ নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলও৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

error: Content is protected !!