মুক্তি পেল শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রালার মুক্তির খবর জানিয়েছিলেন বিদ্যা। ট্রেলারের শুরুতেই প্রতীক গান্ধী এবং বিদ্যা বালানের চরিত্রগুলির মধ্যে উত্তপ্ত লড়াই হতে দেখা যায়। তারপরে তাদের যথাক্রমে ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি চরিত্রগুলির সাথে একে অপরের সাথে প্রতারণা করতে দেখা যায়। কিন্তু এরপরেই আবার প্রতীক এবং বিদ্যাকে একে অপরের কাছাকাছি আসতে দেখা যায়। শেষমেশ তাদের সম্পর্ক কোনদিকে যাবে? তার জন্য অপেক্ষা করতে হবে ১৯ এপ্রিল পর্যন্ত। কারণ ওই দিনই ছবিটি মুক্তি পেতে চলেছে।
Related Posts
বৃষ্টিস্নাত সকালে পার্কস্ট্রিটে কাজল
বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর আগামী ছবি ‘মা’-র শুটিং চলছে।বৃষ্টিভেজা মেঘলাদিনে সকাল সকাল পার্কস্ট্রিটে দেখা মিলল অভিনেত্রী কাজলের। তবে তিনি একা নন, এদিন কাজলের সঙ্গে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কাজলের পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। পার্কস্ট্রিটে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ফ্লুরিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর জন্য সকাল থেকে […]
‘৩দিন ধরে বন্যার জলে ভাসছে ঘাটাল’! ছবির শ্যুটিংয়ে যিশু সঙ্গে ব্যস্ত তৃণমূল সাংসদ দেব
শুক্রবার খাদানের শ্যুটিং করলেন দেব। সেই ভিডিয়োও পাপারাজ্জি মারফত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার শীতে দেবের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। যা নিয়ে আলাদাই উত্তেজনা দর্শকদের। তবে যেখানে ঘাটালে বন্যায় ভাসছে সাধারণ মানুষ, সেখানে সেই এলাকার সাংসদের এভাবে শ্যুটিং করতে দেখে বেশ বিরক্ত সাধারণ মানুষ। ভিডিয়োতে দেখা গেল হলুদ শার্টে দেব। সঙ্গে কালো প্যান্ট। আর […]
মুক্তি পেল আবির-মিমির ‘আলাপ’-এর ট্রেলার
অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল আবির চ্যাটার্জী এবং মিমি চক্রবর্তী অভিনীত ‘আলাপ’এর ট্রেলার। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প। চোখে না দেখেও ভালোবাসার গল্প বলবে ‘আলাপ। ছবিতে আবিরের চরিত্রের নাম পাবলো। অন্যদিকে মিমির চরিত্রের নাম অর্পিতা। ট্রেলারের শুরুতেই দেখা যায় পাবলো এবং অর্পিতা দুজনেই নিজেদের জীবনে নিজেদের চাকরি […]