আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের গ্রেফতারির পর থেকে কার্যত বিধ্বস্ত তার পরিবার। অভিযুক্তের বৃদ্ধা মা আগে থেকেই ছেলের কীর্তিতে বিস্মিত। শুধু তাই নয়, অভিযুক্তের ২ দিদিও ভাইয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে নারাজ। এই অবস্থায় তাঁদেরই একজন জানালেন, ফাঁসি হলে ভাইয়ের দেহ ফেরত নেব না। সঞ্জয় রাইয়ের ২ দিদি পুলিশে কর্মরত। দিদিদের প্রভাবেই ভাইয়ের এই বাড়বাড়ন্ত বলে দাবি অনেকের। কিন্তু তা মানতে নারাজ তাদেরই একজন। সংবাদমাধ্যমকে ফোনে তিনি জানিয়েছেন, ‘ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুর্কীতি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনও সম্পর্ক রাখিনি। ’ ভাইয়ের কঠরোতম শাস্তি দাবি করে তিনি বলেন, ‘আরজি করে ও যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাাস্তি হওয়া উচিত। তবে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন। দয়া করে ওর দেহ আমাদের দেবেন না। আমরা নেব না। কারণ, এমন মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না।’
Related Posts
তামিলনাড়ুর সরকারি স্কুলে চালু হল ব্রেকফাস্ট প্রকল্প, পড়ুয়াদের সঙ্গে বসে খেলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য সকালের টিফিন দেওয়ার প্রকল্প চালু করলেন। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজের জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে ব্রেকফাস্ট প্রকল্পটি চালু করলেন এম কে স্ট্যালিন। ১৫ জুলাই রাজ্যে ‘কালভি ভালরচি নাল’ (শিক্ষা উন্নয়ন দিবস) হিসাবে পালিত হয়। স্ট্যালিন নিজে আজ সকালে স্কুলের বাচ্চাদের সঙ্গে বসে সকালের খাবার […]
পুরীর রথে এবার বলরামের মূর্তির নীচে চাপা পড়ে আহত ৭জন সেবায়েত
আবারও বিপর্যয় পুরীর রথযাত্রায় ৷ গুন্ডিচা মন্দিরে প্রবল ভিড়ের চাপে পড়ে গেলেন ভগবান বলরাম ৷ আর বলরামের মূর্তির নীচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন সেবায়েত ৷ জানা গিয়েছে, মঙ্গলবার গুন্ডিচায় বলরামের মূর্তি সিঁড়ি দিয়ে নীচে নামানোর সময় আচমকাই পিছলে যান সেবায়েতরা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭ জন ৷ তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা […]
লাদাখে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৬, আহত ২২
লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় বাস উলটে মৃত ৬। আহত ২২। পুলিশ সূত্রে খবর, বাসটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। স্কুলে্র এক কর্মীর বিয়ে উপলক্ষ্যে বাসটি রওনা দিয়েছিল। দুরবুক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। লেহ জেলা প্রশাসক সন্তোষ সুখদেবে জানিয়েছেন, বাসটি স্কুলের কর্মীদের নিয়ে তাদের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। বাসটি […]