যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ম্যানহাটন আদালতের জুরিরা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন ৷ বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এই রায় দিয়েছে। ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ কারণ, মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি অপরাধমূলক কাজের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ৷ ২০১৬ সালের নির্বাচনের অখণ্ডতা এবং নেতিবাচক তথ্য নষ্ট করার লক্ষ্যে একটি অবৈধ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে । এই রায় সামনে আসার পর বিচারকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প ৷ ট্রাম্প আদালতের কক্ষ থেকে বেরোনোর পর বলেন, “আমি নির্দোষ ৷ আমি কোনও ভুল করিনি ৷ আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব ৷ আর আমরাই জিতব ৷ কারণ, আমাদের দেশ নরকে চলে গিয়েছে ৷ আমরা আমাদের সংবিধানের জন্য লড়াই করে যাব ৷”
Related Posts
আমেরিকাগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে বিপত্তি, অবতরণ রাশিয়ায়
শুক্রবার নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার এআই১৮৩ উড়ান। তবে মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এর জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে রাশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, উড়ানটি শেষ পর্যন্ত ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করে। জানা গিয়েছে, বিমানের কার্গো হোল্ডে সমস্যা দেখা দিয়েছিল বিমানে। মাঝ আকাশেই সেই সমস্যা […]
মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করল হু
আফ্রিকায় মাঙ্কিপক্স-এর ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সকে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠকের পর এই ঘোষণা আসে।’আজ, মাঙ্কিপক্স জরুরি কমিটি বৈঠক করেছে এবং আমাকে পরামর্শ দিয়েছে যে তার দৃষ্টিতে, পরিস্থিতিটি আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা গঠন করে। আমি সেই পরামর্শ মেনে নিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার […]
বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত, ঘরে ঢুকে কুপিয়ে খুন হিন্দু শিক্ষককে
হিন্দুদের ওপর হামলার ঘটনা জারি থাকল বাংলাদেশে। মঙ্গলে দেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বহু জেলাতে নির্দিষ্ট ভাবে সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে। খুন করা হয়েছে এক হিন্দু শিক্ষককে। রিপোর্ট অনুযায়ী, বাগেরহাটে ঘরে ঢুকে এক প্রাক্তন স্কুলশিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। মৃত শিক্ষকের নাম মৃণালকান্তি চট্টোপাধ্যায়। ঘটনায় তাঁর স্ত্রী শেফালি এবং মেয়ে […]