টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শনিবার দুপুরে আকাশ কালো করে আসে। বৃষ্টিতে বেশ কিছু ব্যস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যানজটে ভোগান্তি পথচলতি মানুষের। সপ্তাহের শেষ দিন ভুগতে হয় অফিসযাত্রীদেরও। শনিবার কলকাতা পুরসভার কন্ট্রোল রুম পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। দ্রুত জল সরানোর নির্দেশ দেন তিনি। শনিবার টানা বৃষ্টিতে শহরের অনেক রাস্তায় দাঁড়িয়ে থাকা জল সরতে দেরি হয়েছে। শনিবার, ধর্মতলা, স্ট্র্যান্ড রোড, বিধান সরণি, ঠনঠনিয়া কালীবাড়ি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বেহালার আনন্দপুরে হাঁটুজল জমে যায়। বৃষ্টিতে যানবাহনের গতিও কমে যায়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুরসভার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “একটা ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। অনেক ক্ষেত্রেই গালিপিট বন্ধ আছে। তাই বেশ কিছু রাস্তায় জল জমেছে। কিছু রাস্তা বন্ধ হয়ে আছে। স্থানীয় গ্যাংদের নামিয়ে পরিষ্কার করছে পুরসভা। ভারী বৃষ্টি আসছে। সেই সময় গঙ্গায় জোয়ার থাকবে। ভাঁটা থাকলে দু-তিন ঘণ্টার মধ্যে শহরের জল নেমে যাবে।”
Related Posts
ট্রাম লাইনের নীচে সুড়ঙ্গ মহিলার দেহ উদ্ধার, প্রাতঃকৃত্যে গিয়ে গর্তে পড়ে মৃত্যু! তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের
শনিবার বিকেলে খাস কলকাতার বিধান সরণি ও কাশীবোস লেনের সংযোগস্থলে ট্রাম লাইনের নীচে সুড়ঙ্গের মাটি খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার দেহ। তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় মৃতার নাম, পরিচয় জানাল পুলিশ। মৃতার নাম সুপর্ণা শীল। বয়স ৪৫ বছর। তিনি শ্যামপুকুরের বাসিন্দা। মহিলা মানসিক দিক থেকে অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। দেহ উদ্ধারের পর এলাকার সিসিটিভির […]
‘কলকাতার পুলিশ কমিশনারের মেডেল ফেরত নিয়ে নিন’, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দুর
একই সঙ্গে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে পুলিশ কমিশনারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগেও ইতিমধ্যে সরব হন শুভেন্দু অধিকারী। আরজি করের আন্দোলনকারীদের পাশাপাশি বিনীত গোয়েলের অপসারণের দাবিও করে আসছেন […]