শনিরার ভারী বৃষ্টি, জলমগ্ন রাস্তায় নাকাল পথচারীরা, দ্রুত জল সরানোর নির্দেশ মেয়রের

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শনিবার দুপুরে আকাশ কালো করে আসে। বৃষ্টিতে বেশ কিছু ব্যস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যানজটে ভোগান্তি পথচলতি মানুষের। সপ্তাহের শেষ দিন ভুগতে হয় অফিসযাত্রীদেরও। শনিবার কলকাতা পুরসভার কন্ট্রোল রুম পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। দ্রুত জল সরানোর নির্দেশ দেন তিনি। শনিবার টানা বৃষ্টিতে শহরের অনেক রাস্তায় দাঁড়িয়ে থাকা জল সরতে দেরি হয়েছে। শনিবার, ধর্মতলা, স্ট্র্যান্ড রোড, বিধান সরণি, ঠনঠনিয়া কালীবাড়ি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বেহালার আনন্দপুরে হাঁটুজল জমে যায়। বৃষ্টিতে যানবাহনের গতিও কমে যায়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুরসভার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “একটা ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। অনেক ক্ষেত্রেই গালিপিট বন্ধ আছে। তাই বেশ কিছু রাস্তায় জল জমেছে। কিছু রাস্তা বন্ধ হয়ে আছে। স্থানীয় গ্যাংদের নামিয়ে পরিষ্কার করছে পুরসভা। ভারী বৃষ্টি আসছে। সেই সময় গঙ্গায় জোয়ার থাকবে। ভাঁটা থাকলে দু-তিন ঘণ্টার মধ্যে শহরের জল নেমে যাবে।”

error: Content is protected !!